Ajker Patrika

হার্দিকের অধিনায়কত্ব সাধারণ মানের, বলছেন ইরফান পাঠান

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৪: ২৯
হার্দিকের অধিনায়কত্ব সাধারণ মানের, বলছেন ইরফান পাঠান

মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচে জাসপ্রিত বুমরাকে বোলিং ওপেন করতে না দেখে ধারাভাষ্যকক্ষে অবাক হয়েছিলেন কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার। বুমরার বদলে হার্দিক পান্ডিয়া কেন প্রথম ওভার করতে এসেছেন সেদিন, বুঝতে পারছিলেন না দুই সাবেক ব্যাটার। 

ইরফান পাঠান তো অনুযোগের সুরে সামাজিক মাধ্যমে পোস্টই দিলেন এভাবে—‘বুমরা কোথায়?’ ভারতের সাবেক বাঁহাতি পেসারের প্রশ্নটা যে হার্দিককে উদ্দেশ্য করেই ছিল, সেটা না বললেও চলে। পরে গুজরাট টাইটানসের বিপক্ষে মুম্বাই ৬ রানে হারলে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনা আরও গতি পায়। 

তবে সেদিনের সবকিছুকে যেন গতকাল হার্দিকের অধিনায়কত্ব ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডির মন্তব্যে তেমনি প্রতিধ্বনি হচ্ছে। মুম্বাই অধিনায়কের কঠোর সমালোচনা করেছেন ক্রিকইনফোতে। টি-টোয়েন্টি সংস্করণে বুমরার মতো সেরা পেসার থাকার পরও কেন প্রথম ১০ ওভারে একটি মাত্র ওভার করানো হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ম্যাচ শেষে ক্রিকইনফোতে মুডি বলেছেন, ‘সব সংস্করণে না হলেও যখন টি-টোয়েন্টিতে আপনার কাছে বিশ্বের সেরা বোলার আছে, তাকে কীভাবে প্রথম ১০ ওভারে একটি মাত্র ওভার করান! আরও অবিশ্বাস্য লাগে, যখন দ্বিতীয় ওভার করতে আসে ইনিংসের ১৩তম ওভারে। ততক্ষণে ম্যাচ শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে।’ 

বুমরাকে পাওয়ার প্লেতেই কমপক্ষে দুই ওভার করানো উচিত ছিল বলে মনে করেন মুডি। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ বলেছেন, ‘পাওয়ার প্লেতে সব সময় লক্ষ্য থাকতে হবে উইকেট নেওয়ার এবং সে সেরা উইকেট শিকারি। আর সে সব সময় সেরা উইকেট শিকারিই থাকব। বুমরার এই সামর্থ্য অনুযায়ী তাকে অবশ্যই পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করাতে হতো।’ 

হার্দিকের নেতৃত্বকে সাধারণ মানের বলে জানিয়েছেন ইরফান। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে, হার্দিকের অধিনায়কত্ব সাধারণ মানের। যখন প্রতিপক্ষের ব্যাটাররা ধ্বংসলীলা চালাচ্ছে, তখন বুমরাকে দূরে সরিয়ে রাখাটা আমার বোধগম্যের বাইরে।’ 

মুডি ও ইরফান ভুল বলেননি। বুমরা যখন দ্বিতীয় স্পেলে আসেন, তার আগেই হায়দরাবাদ ১২ ওভারে ১৭৩ রান তোলে স্কোরবোর্ডে। পরে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে রেকর্ড ২৭৭ রান, যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। লক্ষ্যে তাড়া করতে নেমে নিজেরাও দুর্দান্ত ব্যাটিং করলেও ২৪৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই। ফল ৩১ রানে আইপিএলে তাদের টানা দ্বিতীয় পরাজয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত