Ajker Patrika

ব্যাটে-বলের সমান লড়াইয়ে এগিয়ে পাকিস্তান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৯: ৩৭
ব্যাটে-বলের সমান লড়াইয়ে এগিয়ে পাকিস্তান

করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ের দারুণ এক লড়াই চলছে। ব্যাটাররা যেমন রান করছেন, বোলাররাও তেমনি উইকেট নিচ্ছেন সমান তালে। ২৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

১ উইকেটে ৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। যেখানে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওলি পোপ ও বেন ডাকেট। ২৬ রান করা ডাকেটের উইকেট নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। ডাকেটকে ফেরানোর পরের বলেই জো রুটকে ফেরান নোমান। ডাকেট, রুট দ্রুত ফিরলেও নিজের মত খেলছিলেন পোপ। সাদা পোশাকে ১১ তম ফিফটির দেখা পেয়েছেন পোপ। ৫১ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন ইংলিশ এই ব্যাটার। 

৯৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন বেন স্টোকস। ২৬ রান করে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক ও বেন ফোকস। ব্রুক-ফোকস গড়েন ১১৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১১১ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন সাদা পোশাকে অভিষেক হওয়া মোহাম্মদ ওয়াসিম। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২ রান। শেষ পর্যন্ত ৩৫৪ রানে অলআউট হয় ইংলিশরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন নোমান ও আবরার। 

৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৪ রান করে এবং শান মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত