নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব আল হাসান নীরবতা ভেঙেছেন দুই মাসেরও বেশি সময় পর। ৯ অক্টোবর ফেসবুকে দেওয়া বিশাল এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সাকিবের সেই ব্যাখ্যা নিয়ে আজ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ কোথায়, সেটাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘হট টপিক’ হয়ে ওঠে গত কদিনে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা থাকলেও তাঁর নিরাপত্তার ব্যাপার নিয়ে রয়েছে নানা জটিলতা।বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একেক সময় বলেছেন একেক কথা। মিরপুর শেরেবাংলায় আজ সংবাদ সম্মেলনে আবারও সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে প্রশ্ন এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুকও।
সাকিবের দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের কথাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসানের আগের সরকারের (আওয়ামী লীগ) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর (সাকিব) পোস্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। যৌক্তিক না অযৌক্তিক,সেটায় আমি যাব না। সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা নেই, এমনটা দেখা যাচ্ছে।’
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই সিরিজ সামনে রেখে বাংলাদেশের যে দল ঘোষণারও সময় এসে গেছে, সেটা আজ আসিফ মাহমুদকে মনে করিয়ে দিয়েছেন সাংবাদিকেরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সেটা তো বিসিবি দেখবে।’ পাশ থেকে তখন ফারুক বলেছেন,‘বিসিবির নির্বাচকের ব্যাপার।’ ফারুকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের। সেটা আমরা নিশ্চিত করব। আবেগের জায়গা তো আছেই। একটা বড় আন্দোলন হয়েছে।’
সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এলে আসিফ মাহমুদের কণ্ঠে শোনা গেছে সেই পুরোনো কথা। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইনের ব্যাপারটা তাঁরা দেখতে পারবেন না। আইন চলবে আইনের গতিতে। এক্ষেত্রে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা। যেখানে আইন উপদেষ্টা কদিন আগে আইনি ব্যাপার নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন।
আরও পড়ুন:
জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব আল হাসান নীরবতা ভেঙেছেন দুই মাসেরও বেশি সময় পর। ৯ অক্টোবর ফেসবুকে দেওয়া বিশাল এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সাকিবের সেই ব্যাখ্যা নিয়ে আজ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ কোথায়, সেটাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘হট টপিক’ হয়ে ওঠে গত কদিনে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা থাকলেও তাঁর নিরাপত্তার ব্যাপার নিয়ে রয়েছে নানা জটিলতা।বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একেক সময় বলেছেন একেক কথা। মিরপুর শেরেবাংলায় আজ সংবাদ সম্মেলনে আবারও সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে প্রশ্ন এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুকও।
সাকিবের দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের কথাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসানের আগের সরকারের (আওয়ামী লীগ) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর (সাকিব) পোস্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। যৌক্তিক না অযৌক্তিক,সেটায় আমি যাব না। সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা নেই, এমনটা দেখা যাচ্ছে।’
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই সিরিজ সামনে রেখে বাংলাদেশের যে দল ঘোষণারও সময় এসে গেছে, সেটা আজ আসিফ মাহমুদকে মনে করিয়ে দিয়েছেন সাংবাদিকেরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সেটা তো বিসিবি দেখবে।’ পাশ থেকে তখন ফারুক বলেছেন,‘বিসিবির নির্বাচকের ব্যাপার।’ ফারুকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের। সেটা আমরা নিশ্চিত করব। আবেগের জায়গা তো আছেই। একটা বড় আন্দোলন হয়েছে।’
সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এলে আসিফ মাহমুদের কণ্ঠে শোনা গেছে সেই পুরোনো কথা। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইনের ব্যাপারটা তাঁরা দেখতে পারবেন না। আইন চলবে আইনের গতিতে। এক্ষেত্রে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা। যেখানে আইন উপদেষ্টা কদিন আগে আইনি ব্যাপার নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন।
আরও পড়ুন:
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে