ক্রীড়া ডেস্ক
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৪ ঘণ্টা আগে