নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
১ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৪ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৫ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৬ ঘণ্টা আগে