Ajker Patrika

সেমিতে ওঠার  লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেমিতে ওঠার  লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে।  টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা। 

থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও।  টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। 

২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও ‍+ ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি। 

বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার,  মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার,  নাহিদা আকতার, রাবেয়া খান,  সাবিকুন নাহার জেসমিন

মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত