আন্তর্জাতিক ক্রিকেটে আন্দ্রে রাসেল সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’খ্যাত ক্যারিবীয় এই ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিল ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে জেসন হোল্ডার, আলজারি জোসেফের মতো তারকারাও থাকছেন না প্রোটিয়া সিরিজে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। রাসেল, হোল্ডার, জোসেফের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। যেখানে বিশ্রাম ও সেরে ওঠার জন্য সময় রাসেল চেয়েছেন বলে জানিয়েছেন সিডব্লিউআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম। ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্টে ‘দ্য হান্ড্রেডে’ রাসেল খেলেন লন্ডন স্পিরিটের হয়ে।
রাসেল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও হোল্ডার খেলতে পারেননি চোটের কারণে। রাসেল, হোল্ডার—দুজনই এ সময়ে সিডব্লিউআইয়ের বিজ্ঞান ও মেডিসিন দলের সঙ্গে কাজ করবেন। সেটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিডব্লিউআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিংও। জুনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাঁজরের চোটে পড়েন কিং। সেক্ষেত্রে প্রোটিয়া সিরিজে জনসন চার্লসের সঙ্গে ওপেনিং করতে পারেন শাই হোপ। অ্যালিক আথানাজকেও দেখা যেতে পারে টপ অর্ডারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচ খেলেছেন তিনি।
জোসেফ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সহঅধিনায়ক ছিলেন। বিশ্বকাপের পর ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে একটা ম্যাচও তিনি খেলেননি। গায়ানায় পরশু শেষ হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটির নিষ্পত্তি হয়েছিল তিন দিনে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ২৪ আগস্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ২৬ ও ২৮ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন রভমান পাওয়েল। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন রস্টন চেজ। নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো বিধ্বংসী ব্যাটাররা আছেন প্রোটিয়া সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেটমায়ার সবশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। সেন্ট জর্জেসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে দীর্ঘ ১১ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপাখরা কাটায় ভারতীয়রা। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ জানিয়েছেন, তারা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দল নির্বাচন করা হয়েছে, তাতে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চকর হবে বলে মনে করেন স্যামি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
রভমান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), নিকোলাস পুরান, অ্যালিক অ্যাথানাজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে আন্দ্রে রাসেল সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’খ্যাত ক্যারিবীয় এই ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিল ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে জেসন হোল্ডার, আলজারি জোসেফের মতো তারকারাও থাকছেন না প্রোটিয়া সিরিজে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। রাসেল, হোল্ডার, জোসেফের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। যেখানে বিশ্রাম ও সেরে ওঠার জন্য সময় রাসেল চেয়েছেন বলে জানিয়েছেন সিডব্লিউআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম। ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্টে ‘দ্য হান্ড্রেডে’ রাসেল খেলেন লন্ডন স্পিরিটের হয়ে।
রাসেল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও হোল্ডার খেলতে পারেননি চোটের কারণে। রাসেল, হোল্ডার—দুজনই এ সময়ে সিডব্লিউআইয়ের বিজ্ঞান ও মেডিসিন দলের সঙ্গে কাজ করবেন। সেটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিডব্লিউআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিংও। জুনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাঁজরের চোটে পড়েন কিং। সেক্ষেত্রে প্রোটিয়া সিরিজে জনসন চার্লসের সঙ্গে ওপেনিং করতে পারেন শাই হোপ। অ্যালিক আথানাজকেও দেখা যেতে পারে টপ অর্ডারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচ খেলেছেন তিনি।
জোসেফ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সহঅধিনায়ক ছিলেন। বিশ্বকাপের পর ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে একটা ম্যাচও তিনি খেলেননি। গায়ানায় পরশু শেষ হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটির নিষ্পত্তি হয়েছিল তিন দিনে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ২৪ আগস্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ২৬ ও ২৮ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন রভমান পাওয়েল। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন রস্টন চেজ। নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো বিধ্বংসী ব্যাটাররা আছেন প্রোটিয়া সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেটমায়ার সবশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। সেন্ট জর্জেসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে দীর্ঘ ১১ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপাখরা কাটায় ভারতীয়রা। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ জানিয়েছেন, তারা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দল নির্বাচন করা হয়েছে, তাতে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চকর হবে বলে মনে করেন স্যামি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
রভমান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), নিকোলাস পুরান, অ্যালিক অ্যাথানাজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে