Ajker Patrika

এমন বাজে অবস্থা আগে কখনোই হয়নি বাবরের

ক্রীড়া ডেস্ক    
০, ১, ২—এবারের পিএসএলে এভাবেই রান করেছেন বাবর আজম। ছবি: পিসিবি
০, ১, ২—এবারের পিএসএলে এভাবেই রান করেছেন বাবর আজম। ছবি: পিসিবি

ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।

২০২৫ পিএসএলে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। পেশোয়ার দলপতি নিজের প্রথম তিন ইনিংসের স্কোর দেখে নিশ্চয়ই মুখ লুকাতে চাইবেন। সর্বসাকল্যে করেছেন ৩ রান। শুরুটা করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ০ রানে আউট হয়ে। এক সময়ের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ আমিরের বলে আউট হয়েছেন বাবর। এরপর ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের বিপক্ষে বাবর করেছেন ১ ও ২ রান। যার মধ্যে সবশেষ ম্যাচ গত রাতে রাওয়ালপিন্ডিতে মুলতানের বিপক্ষে খেলেছেন তিনি। ০, ১, ২—স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এই ধারায় রান করেছেন পাকিস্তানি তারকা ব্যাটার। দশম পিএসএলে কী পরিমাণ সংগ্রাম করতে হচ্ছে, তা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

এবারের পিএসএলে ৩ রান করতে বাবর খেলেছেন ১০ বল। তিনটি ম্যাচেই তিনি ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। রাওয়ালপিন্ডিতে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে টিকতে পেরেছেন ৫ বল। মুলতানের বাঁহাতি পেসার ডেভিড উইলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন বাবর। অধিনায়ক বিব্রতকর রেকর্ড গড়লেও বাবরের দল পেশোয়ার জালমি পেয়েছে ১০৭ রানের বিশাল জয়। টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে করেছে ৭ উইকেটে ২২৭ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেছেন টম কোহলার ক্যাডমোর। তাঁর চেয়েও সাত নম্বরে নামা আব্দুল সামাদের ইনিংস বেশ কার্যকরী। ১৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেছেন সামাদ। জবাবে মুলতান ১৫.৫ ওভারে ১০৭ রানে গুটিয়ে গেছে। ঝোড়ো ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে ৩ ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন সামাদ।

বাবরের দল পেশোয়ার জালমির অবস্থাও টুর্নামেন্টে ভালো নয়। গত রাতেই তারা প্রথম জয় পেয়েছে। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে তারা। পেশোয়ারের নিচে আছে কেবল মুলতান সুলতানস। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মুলতান। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত