Ajker Patrika

‘তালেবান’ কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিল অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৪: ৫৪
‘তালেবান’ কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিল অস্ট্রেলিয়ার

আফগানিস্তান এখন তালেবানদের দখলে। পুরুষদের ক্রিকেট নিয়ে আপত্তি না থাকলেও নারীদের ক্রিকেট আয়োজনে অনীহা আছে তাদের। আর নারী ক্রিকেটে তালেবানদের অনীহার কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। 

আজ এক বিবৃতিতে সিএ জানিয়েছে, আফগানিস্তানের পুরুষ-নারীদের ক্রিকেট উন্নয়নে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সিএ মনে করছে এই পরিস্থিতিতে ম্যাচটি না হওয়াই সমীচীন। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ম্যাচটা স্থগিত থাকবে।

টেস্ট না খেললেও আফগান ক্রিকেটার বিগ ব্যাস লিগে খেলতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছে সিএ, ‘আফগানিস্তানের ক্রিকেটাররা ক্রিকেটের বড় বিজ্ঞাপন। সিএ চায় আফগান ক্রিকেটাররা বিগ ব্যাস লিগে খেলুন। সুদূর ভবিষ্যতে আফগানিস্তানের নারী-পুরুষ জাতীয় দলের বিপক্ষে হয়তো অস্ট্রেলিয়া খেলবে।’

অ্যাশেজের প্রস্তুতি হিসেবে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আফগানদের পরিবর্তে ব্রিসবেনে ১ ডিসেম্বর নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নেওয়া ‘নাম না শোনা’ বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার

২৯ মিলিয়ন ডলার নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান, যার নাম শোনেনি কেউ: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত