Ajker Patrika

হার্দিকের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত হার্শা ভোগলে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২২: ০৬
হার্দিকের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত হার্শা ভোগলে

আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিতভাবেই হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে চাইবে ভারত। কিন্তু এবারের আইপিএলের পারফরম্যান্স অনুযায়ী ভারতের চাওয়াটা কী শেষ পর্যন্ত ঠিক থাকবে নাকি বদলে যাবে। 

সেটা সময় হলেই জানা গেলেও বিশ্বকাপে হার্দিকের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হার্শা ভোগলে। হার্শা ভোগলের শঙ্কার জায়গাটা ভারতীয় অলরাউন্ডারের বোলিং নিয়ে। শুধু ব্যাটিং করেই ভারতীয় দলে জায়গা পাওয়া তাঁর জন্য কঠিন বলেই মনে করছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। 

ক্রিকবাজে হার্শা ভোগলে বলেছেন, ‘যদি হার্দিক বোলিং না করে তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে? বোলিং ছাড়া কি সে ভারতের শীর্ষ ৬ ব্যাটারের একজন। আমি অবশ্য মোটেও খুশি নই। কারণ, সে আইপিএলে বোলিং করছে না এবং দাপটের সঙ্গে ম্যাচও ফিনিশিং করছে না। ওপরে ব্যাটিং করাটা প্রয়োজন কিন্তু সেখানে প্রতিযোগিতা বেশি।’ 

সর্বশেষ চেন্নাইয়ের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করলেও এর আগের তিন ম্যাচে বোলিং করেননি হার্দিক। অথচ নিজেদের প্রথম ম্যাচেই ওপেনিং বোলিং করেছিলেন। মাঝে বল না করায় সে চোটে পড়েছে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে। নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল অবশ্য অনেকটা জোর গলায় জানিয়েছেন, হার্দিক চোটে পড়েছে। কিন্তু সে স্বীকার করছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত