Ajker Patrika

কোহলির কথারই কি জবাব দিলেন গম্ভীর 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

২০২৪ আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বিরাট কোহলি। তবু তাঁকে নিয়ে সমালোচনার অন্ত নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর (আরসিবি) অবস্থা ভালো না এবার। কোহলির স্ট্রাইকরেট নিয়েই অনেকে সমালোচনা করছেন।

টানা ৬ ম্যাচ হারার পর আরসিবি অবশেষে জয়ের ধারায় ফিরেছে। নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে জিতেছে দাপটের সঙ্গে। গুজরাট টাইটানসের দেওয়া ২০১ রানের লক্ষ্য ২৪ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে আরসিবি। কোহলি ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। স্ট্রাইকরেট ১৫৯.০৯। অন্যদিকে তাঁর সঙ্গী উইল জ্যাকস ৪১ বলে সেঞ্চুরি করেছেন। ছক্কা মেরে সেঞ্চুরির পাশাপাশি দলের জয় নিশ্চিত করেছেন জ্যাকস। ২৪৩.৯০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। ম্যাচ শেষে সম্প্রচারকদের কোহলি বলেছেন, ‘আমি স্পিন খেলতে পারি না এবং আমার স্ট্রাইকরেট নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তবে আমার কাছে ব্যাপারটা হচ্ছে দলকে জেতা। এটাই হচ্ছে কারণ যেখানে আপনি ১৫ বছর ধরে তা করে আসছেন। দিনের পর দিন দলকে জিতিয়ে আসছেন।’

গৌতম গম্ভীরের কথায় কোহলিকে নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ভারতীয় এক সংবাদমাধ্যমকে গম্ভীর বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের আলাদা খেলার ধরন রয়েছে। ম্যাক্সওয়েল যা পারে, কোহলি তা পারে না। আবার কোহলি যা পারে, ম্যাক্সওয়েল তা পারে না। আপনার একাদশে বিভিন্ন ধরনের ব্যাটার থাকা জরুরি। এক নম্বর থেকে আট নম্বর, সবাই যদি বিস্ফোরক হয়, তাহলে আপনি ৩০০ রানও করতে পারেন। আবার ৩০ রানেও অলআউট হতে পারেন। যখন আপনি জেতেন, তখন ১০০ স্ট্রাইকরেটও ভালো। তবে ১৮০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে দল হারলে কেউ এটা নিয়ে কথা বলবেন না। এটাই বাস্তবতা।’

এবারের আইপিএলে ১০ ম্যাচে করেছেন ৫০০ রান। ৭১.৪২ গড় ও ১৪৭.৪৯ স্ট্রাইকরেটে রান করেছেন। ১ সেঞ্চুরির পাশাপাশি ৪ ফিফটি করেছেন। এই নিয়ে এক আইপিএলে সাতবার ৫০০ বা তার বেশি রান করেছেন কোহলি। ভারতীয় ব্যাটার ছুয়ে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকে। ওয়ার্নারও আইপিএলে এক মৌসুমে ৫০০ ছাড়িয়েছেন সাতবার।

কোহলির কথা বলতে গিয়ে গম্ভীর যে ম্যাক্সওয়েলের কথা বলেছেন, সেই ম্যাক্সওয়েল ধুঁকতে থাকেন এবারের আইপিএলে। এবারের আইপিএলে সাত ম্যাচের মধ্যে ৬ ইনিংস ব্যাটিং করেছেন। করেছেন ৩২ রান। তিন ম্যাচে ডাক মেরেছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত