Ajker Patrika

শেষ ওভারে অধিকাংশই চান জাহানারাকে

শেষ ওভারে অধিকাংশই চান জাহানারাকে

এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ২০২৪ নারী এশিয়া কাপ। অভিজ্ঞ-তারুণ্যের মিশেল ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। লম্বা সময় পর অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানা আহমেদকে ফেরানো হয়েছে দলে। 

টুর্নামেন্টের দিকে নজর ফেরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) নানাবিধ প্রচারণা করে যাচ্ছে। এ যেমন এশিয়া কাপের ৮ দলের আট বোলারের ছবি দিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে—শেষ ওভারে ৬টি গুরুত্বপূর্ণ বল, ১০ রানে কার ওপর নির্ভর করবেন! বোলিং দল দিনটা নিজেদের করতে, আপনি কাকে বেছে নেবেন? 

তালিকায় রয়েছেন জাহানারাও। কমেন্ট বক্সে নেটিজেনদের বড় একটা অংশ ১০ রানে নির্ভর করছেন এই বাংলাদেশি পেসারের ওপরই। অনেকে আবার নেপালের পূজা মাহাতোকেও বেছে নিয়েছেন। তবে এই দুইজনের নামই বেশি।

এশিয়া কাপ খেলতে ১৬ জুলাই শ্রীলঙ্কায় যাবে নিগার সুলতানা জ্যোতির দল। বৃষ্টিবিঘ্নিত হলেও প্রস্তুতিটাও ভালো হয়েছে তাদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় আরেক পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারব।’ 

 মারুফার মতে, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ আত্মবিশ্বাস জুগিয়েছে নারী দলের ক্রিকেটারদের। মারুফা বললেন, ‘প্রিমিয়ার লিগ খেলেছি সেখান থেকে আমরা আত্মবিশ্বাস আনার চেষ্টা করেছি। এখানে অনেক দিন কাজ করেছি ম্যাচ খেলেছি, যদিও অনেক বৃষ্টি ছিল। প্রস্তুতি নিয়ে আমি শতভাগ বলব না কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল, তার মধ্যে আমরা এখানে অনুশীলন করেছি। আউটডোরে অনুশীলন করার তেমন সুযোগ পাইনি। চার-পাঁচটা সেশন অনুশীলন করছি, আশা করি সামনে ভালো হবে।’ 

দুটি গ্রুপে ৮টি দল নিয়ে ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শেষ হবে ২৮ জুলাই। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে আছে ভারত, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত