ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। দল পাওয়ার পর রিশাদকে কিছু ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন একই দলে খেলছেন তামিম-রিশাদ। ২০২০ সালে লাহোরের হয়ে পিএসএল খেলেছিলেন তামিমও।
ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট নিয়ে ভালো অভিজ্ঞতাও রয়েছে তামিমের। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত রিশাদের দল ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’
লাহোরে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তানি পেসার এখন বিপিএল খেলছেন বরিশাল দলের হয়ে। রিশাদ জানিয়েছেন, পিএসএলে দল পাবেন, এটা আগেই কিছুটা অনুমান করেছিলেন তিনি। এই লেগ স্পিনার বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। সব ঠিক থাকলে পিএসএলে পুরো মৌসুমই খেলার সুযোগ আছে রিশাদের। তবে যেখানে তিনি খেলতে পারেননি, সেটা নিয়ে চিন্তা করেন না রিশাদ, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। রিশাদের বিশ্বাস পরের মৌসুমে আরও বেশি বাংলাদেশের খেলোয়াড় দল পাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। দল পাওয়ার পর রিশাদকে কিছু ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন একই দলে খেলছেন তামিম-রিশাদ। ২০২০ সালে লাহোরের হয়ে পিএসএল খেলেছিলেন তামিমও।
ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট নিয়ে ভালো অভিজ্ঞতাও রয়েছে তামিমের। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত রিশাদের দল ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’
লাহোরে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তানি পেসার এখন বিপিএল খেলছেন বরিশাল দলের হয়ে। রিশাদ জানিয়েছেন, পিএসএলে দল পাবেন, এটা আগেই কিছুটা অনুমান করেছিলেন তিনি। এই লেগ স্পিনার বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। সব ঠিক থাকলে পিএসএলে পুরো মৌসুমই খেলার সুযোগ আছে রিশাদের। তবে যেখানে তিনি খেলতে পারেননি, সেটা নিয়ে চিন্তা করেন না রিশাদ, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। রিশাদের বিশ্বাস পরের মৌসুমে আরও বেশি বাংলাদেশের খেলোয়াড় দল পাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে