Ajker Patrika

ডোনাল্ডের ওপর অসন্তুষ্ট বাংলাদেশ, ব্যাখ্যা চাইবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০: ৩৭
ডোনাল্ডের ওপর অসন্তুষ্ট বাংলাদেশ, ব্যাখ্যা চাইবে বিসিবি

এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।

তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।

‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত