নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে ওয়েস্ট ইন্ডিজে এবারের সফরে জয়ের দেখা পেল বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ক্যারিবীয়রা।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৯.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর সঙ্গী নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ২০ রানে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দেরিতে খেলা শুরু হয়। ফলে ইনিংসপ্রতি ৪১ ওভারে নেমে আসে ম্যাচ।
শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানের মাথায় আউট হন লিটন দাস। ব্যক্তিগত ১ রানে বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে এলবিডব্লুর শিকার হন লিটন। দ্রুত ওপেনিং জুটি ভাঙার পর তামিমের সঙ্গে দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। তবে তামিমের রান আউটে ভাঙে দুজনের ৪০ রানের জুটি। শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩৩ রানে অ্যান্ডারসন ফিলিপের সরাসরি থ্রোতে রান আউট হন তামিম।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ব্যক্তিগত ৩৭ রানে গুড়াকেশ মোতির বলে নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন। এরপর দ্রুতই ফিরে যান আফিফ হোসেন (৯)। সোহানকে নিয়ে দলের জয়ের বাকি কাজটা সারেন মাহমুদউল্লাহ। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৪০ রান।
এর আগে টস হেরে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। প্রথম বলেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শাই হোপকে শূন্য রানে ইনসাইড এজে বোল্ড করেন। ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ খরচ করেন মাত্র ১ রান। পরের ওভারে নেন মেডেন। ওভারের শেষ বলে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে বাঁচেন শামার ব্রুকস।
যদিও টিভি রিপ্লেতে দেখানো আলট্রা এজ নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ। এদিন বেশ কিপটে বোলিং করেন নাসুম। ব্যক্তিগত তৃতীয় ওভারে দেন ২ রান। চতুর্থ ওভার আবার মেডেন। পাওয়ার প্লের ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে রান ১ উইকেটে ২৬। ব্যক্তিগত পঞ্চম ওভারটিও মেডেন নেন নাসুম। ১২তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে কাইল মেয়ার্সকে (১০) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ২১তম ওভারে টানা দুই বলে ওপেনার ব্রেন্ডন কিং (৮) ও ব্রুকসকে ( ৩) ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান শরীফুল। ডাবল উইকেট মেডেন নিয়ে ৪ উইকেটে ৫৫ রানে পরিণত করেন স্বাগতিকদের।
এদিন বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে উজ্জ্বল অধিনায়ক পুরান ও রভম্যান পাওয়েলও ব্যর্থতার গল্প লেখেন। পাওয়েলকে ১১ বলে ৯ রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ। নিজের শেষ ওভার করতে এসে বোল্ড করেন পুরানকেও (১৮)। দলীয় ১০০ রানের আগেই ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত থামে ১৪৯ রানে। যদিও জয়ের জন্য যথেষ্ট ছিল না এই রান।
অবশেষে ওয়েস্ট ইন্ডিজে এবারের সফরে জয়ের দেখা পেল বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ক্যারিবীয়রা।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৯.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর সঙ্গী নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ২০ রানে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দেরিতে খেলা শুরু হয়। ফলে ইনিংসপ্রতি ৪১ ওভারে নেমে আসে ম্যাচ।
শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানের মাথায় আউট হন লিটন দাস। ব্যক্তিগত ১ রানে বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে এলবিডব্লুর শিকার হন লিটন। দ্রুত ওপেনিং জুটি ভাঙার পর তামিমের সঙ্গে দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। তবে তামিমের রান আউটে ভাঙে দুজনের ৪০ রানের জুটি। শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩৩ রানে অ্যান্ডারসন ফিলিপের সরাসরি থ্রোতে রান আউট হন তামিম।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ব্যক্তিগত ৩৭ রানে গুড়াকেশ মোতির বলে নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন। এরপর দ্রুতই ফিরে যান আফিফ হোসেন (৯)। সোহানকে নিয়ে দলের জয়ের বাকি কাজটা সারেন মাহমুদউল্লাহ। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৪০ রান।
এর আগে টস হেরে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। প্রথম বলেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শাই হোপকে শূন্য রানে ইনসাইড এজে বোল্ড করেন। ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ খরচ করেন মাত্র ১ রান। পরের ওভারে নেন মেডেন। ওভারের শেষ বলে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে বাঁচেন শামার ব্রুকস।
যদিও টিভি রিপ্লেতে দেখানো আলট্রা এজ নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ। এদিন বেশ কিপটে বোলিং করেন নাসুম। ব্যক্তিগত তৃতীয় ওভারে দেন ২ রান। চতুর্থ ওভার আবার মেডেন। পাওয়ার প্লের ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে রান ১ উইকেটে ২৬। ব্যক্তিগত পঞ্চম ওভারটিও মেডেন নেন নাসুম। ১২তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে কাইল মেয়ার্সকে (১০) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ২১তম ওভারে টানা দুই বলে ওপেনার ব্রেন্ডন কিং (৮) ও ব্রুকসকে ( ৩) ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান শরীফুল। ডাবল উইকেট মেডেন নিয়ে ৪ উইকেটে ৫৫ রানে পরিণত করেন স্বাগতিকদের।
এদিন বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে উজ্জ্বল অধিনায়ক পুরান ও রভম্যান পাওয়েলও ব্যর্থতার গল্প লেখেন। পাওয়েলকে ১১ বলে ৯ রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ। নিজের শেষ ওভার করতে এসে বোল্ড করেন পুরানকেও (১৮)। দলীয় ১০০ রানের আগেই ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত থামে ১৪৯ রানে। যদিও জয়ের জন্য যথেষ্ট ছিল না এই রান।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে