Ajker Patrika

উইন্ডিজ পেসারদের তোপে শুরুতেই দিশেহারা প্রোটিয়ারা 

উইন্ডিজ পেসারদের তোপে শুরুতেই দিশেহারা প্রোটিয়ারা 

টসে জিতলে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিতেন ক্রেইগ ব্রাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সেই আশা পূরণ হয়নি। উইকেট ভালো দেখে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা। কিন্তু দক্ষিণ আফ্রিকা অধিনায়কের হিসেবে ভুল হতে বেশিক্ষণ লাগেনি। 

গায়ানায় আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসের শুরুতেই যে বিপদে পড়েছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন ডেভিড বেডিংহাম (১৬) ও উইকেটরক্ষক কাইলে ভেরেন্নে (৪)। 

বৃষ্টির কারণে পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্টে উইন্ডিজ একাদশে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামলেও প্রোটিয়ারা এনেছে দুই পরিবর্তন। ওপেনার টনি ডে জর্জিকে (১) বোল্ড করে ক্যারিবীয়দের দিনের শুরুটা রাঙান পেসার জেইডেন সিলস। সফরকারীদের স্কোরবোর্ডে রান তখন ৮। এরপর ইনিংসের ১১ তম ওভার করতে এসেই জোড়া শিকার করেন শামার জোসেফ। তৃতীয় বলে ওপেনার এইডেন মার্করামকে (১৪) বোল্ড করার দুই বল পর বাভুমাকে (০) ফেরান উইন্ডিজ পেসার। 

দক্ষিণ আফ্রিকার দলীয় ২০ রানে পরপর দুই উইকেট হারানোর ধাক্কাটা সামাল দেন ত্রিস্তান স্তাবস (২১) ও বেডিংহাম (১১)। চতুর্থ উইকেটে দুজনের ৩৭ রানের জুটি ভাঙেন আরেক পেসার জেসন হোল্ডার। স্তাবস (২৬) ফেরেন দলীয় ৫৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত