নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট।
৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’
চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট।
৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৬ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে