নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট।
৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’
চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট।
৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে