Ajker Patrika

তাইজুলের ধাক্কার পর পন্তের আক্রমণ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ১৪
Thumbnail image

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন তাইজুল ইসলামের ঘূর্ণি আর ঋশভ পন্তের পাল্টা আক্রমণের বিজ্ঞাপন হয়ে থাকল। তাইজুলের ধাক্কায় ৪৭ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়িয়েছে পন্তের দারুণ এক ক্যামিওতে। শেষ পর্যন্ত ওই ৩ উইকেটে ৮৫ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে ভারত।

পন্ত ২৬ বলে ২৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। ইনিংসে ৪টি চারের সঙ্গে রয়েছে ১টি ছক্কার মার। তাঁর সঙ্গী চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ১২ রান নিয়ে। শুরুটা অবশ্য দারুণই করেছিল ভারত। দুই ওপেনার শুভমান গিল ও লোকেশের জুটি ভাঙে গিলের মুহূর্তের উত্তেজনায়। তাইজুলের বলটা সুইপ করতে গিয়ে ইয়াসির আলী রাব্বির হাতে ধরা পড়েন গিল। ৪০ বলে ২০ রান করেন তিনি।

রাহুল শিকার হন খালেদ আহমেদের। অফ স্টাম্পের বাইরের বলটা খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন রাহুল। ৫৪ বলে ২২ রান করেন ভারত অধিনায়ক। তবে প্রথম সেশনের সেরা উইকেটের মুহূর্ত বিরাট কোহলিকে ঘিরে। তাইজুলের টার্নের কাছে বোকা বনে এলবিডব্লিউ হয়ে ফেরেন কোহলি। বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি যাকে বলে। তাইজুলের উদ্‌যাপনও দেখার মতো।

কোহলির বিদায়ের পর সেশনের বাকি অংশটা পন্ত শো। টেস্ট ক্রিকেটে পন্তের এমন আক্রমণাত্মক পাল্টা আক্রমণের ব্যাটিং অবশ্য নতুন নয়। এভাবেই ব্যাটিং করে চাপটা প্রতিপক্ষের ওপর সরিয়ে দেন। এই পন্তকে আটকানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত