Ajker Patrika

ব্যাটার আন্ডারসনের শেষ ওভারের লড়াইয়ে হার এড়াল ইংল্যান্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ৪৯
ব্যাটার আন্ডারসনের শেষ ওভারের লড়াইয়ে হার এড়াল ইংল্যান্ড

স্ট্রাইক প্রান্তে শেষ ওভারে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার জিমি অ্যান্ডারসন আর বোলিং প্রান্তে টেস্টের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১ উইকেট। এদিকে অ্যাশেজে টানা চতুর্থ হার এড়াতে অ্যান্ডারসনকে খেলতে হবে ছয় বল।

সিডনি টেস্টে চরম নাটকীয় এই মুহূর্তে ডাগআউটে বসে বারবার জার্সি দিয়ে মুখ ঢাকছিলেন বেন স্টোকস। গ্যালারিতে ইংল্যান্ড দর্শকদের চোখেমুখে উত্তেজনা। অ্যান্ডারসনকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। প্রতিটি বলেই যেন উত্তেজনায় মাত্রা ছাড়াচ্ছে। কিন্তু অ্যান্ডারসনের মনোযোগে চিড় ধরল না। ঠান্ডা মাথায় পুরো ওভার খেলে ড্র রাখলেন সিডনি টেস্ট।

তৃতীয় সেশনের শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২ উইকেট। উইকেটে তখন জ্যাক লিচ আর স্টুয়ার্ট ব্রড। দুজন মিলে পার করেন ৭ ওভার ৫ বল। নাটকের শেষ দৃশ্যের মঞ্চায়ন তখনো বাকি। শেষ দুই ওভারের আগের ওভারে স্মিথ লিচকে ফেরালে ম্যাচের মোড় ঘুরে যায়। কিন্তু শেষ দুই ওভারে অঘটন ঘটতে দেয়নি ইংল্যান্ড। ১২ বলের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে গেলেন ব্রড-অ্যান্ডারসন। সিরিজে প্রথমবার হার এড়াল জো রুটের দল।

৩৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শেষ দিনে ম্যাচ জিততে করতে হতো ৩৫৮ রান। প্রায় অসম্ভব এই কাজ সম্ভব করার চেয়ে ইংলিশরা বেছে নেন ড্রয়ের পথ। ইংল্যান্ডের ব্যাটাররা দিনের শুরু থেকেই লড়াই করেছেন ঠিকই, কিন্তু নিয়মিত বিরতিতে হারিয়েছেন উইকেটও। ৫৮ বলে ৯ রান করা হাসিব হামিদকে ফিরিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্কট বোল্যান্ড। খানিক বাদেই ৪ রানে লায়নের বলে বোল্ড হন ডেভিড মালান। দলীয় ১০০ রানের আগে ফিরে যান জ্যাক ক্রাউলিও।

মাঝে রুট-স্টোকস মিলে ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। স্টোকসকে ফিরিয়ে লায়ন জুটি ভাঙলে আবারও বিপদে পড়ে ইংল্যান্ড। বিপদ আরও বাড়ে ৮৫তম ওভারে প্যাট কামিন্সের জোড়া আঘাতে। অস্ট্রেলিয়ার জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ২৩৭ রানে নেই ৮ উইকেট। ইংল্যান্ডের শেষ ভরসা তখন লেজের দিকের ব্যাটাররা। অষ্টম উইকেটে জ্যাক লিচকে নিয়ে স্টুয়ার্ট ব্রড ৫২ বল খেলে আবারও লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে লিচ আউট হলেও হাল ছাড়েননি ব্রড-অ্যান্ডারসন। শেষ পর্যন্ত এই দুজন টেস্ট বাঁচিয়েই মাঠ ছাড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত