ক্রীড়া ডেস্ক
ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।
ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।
৯ মাসের ব্যবধানে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। বার্বাডোজে গত বছর বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আর দুবাইয়ে গত রাতে ভারতের এই দুই কিংবদন্তি জিতলেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।
২ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি স্বল্প রানে গুটিয়ে যাওয়া ম্যাচ খেলল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং তোপে ২৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তরুণদের নিয়ে গড়া দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামের দুর্দান্ত...
৮ মিনিট আগেমাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা-ব্যতিক্রম কিছু দেখলে শোয়েব আখতার চুপ করে থাকার পাত্র নন। সামাজিক মাধ্যমে সেটা নিয়ে তিনি তাঁর মন্তব্য প্রকাশ করে থাকেন। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ’রাওয়ালপিন্ডি এক্সপ্রস’।
৪০ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
১৩ ঘণ্টা আগে