Ajker Patrika

সাবেক ফুটবল কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক

সাবেক ফুটবল কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক

রোনাল্ড বুচারকে সব্যসাচী বললেও ভুল বলা হবে না। ক্রিকেট, ফুটবল-দুটো খেলাতেই কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বুচারের। ওয়েস্ট ইন্ডিজ পুরুষ এবং জুনিয়র ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের দায়িত্ব পেলেন বুচার। 

নির্বাচক প্যানেলের প্রধান ডেসমন্ড হেইনস এবং অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা আন্দ্রে কোলের সঙ্গে কাজ করবেন বুচার। নির্বাচক প্যানেলের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের মনে করছেন বুচার। বার্বাডোজ বংশোদ্ভূত সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য কিছু করা সত্যিই অনেক সম্মানের ব্যাপার। নির্বাচক প্যানেলের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। সব স্তরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতিতে আমরা কাজ করে যাব।’ 

২০০০-০১ পর্যন্ত বারমুডা ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন বুচার। এরপর ২০০৪ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টস ডিরেক্টর হয়েছিলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও কাজ করেছেন বুচার। উয়েফার থেকে কোচিং ব্যাজ পেয়েছিলেন। ক্রিকেট মান্থলিকে ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বুচার বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না যে কৃষ্ণাঙ্গরা কোচিং এবং ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে পারে না। ফুটবলে এটা বেশি দেখা যায়, যেখানে অনেক ক্লাব আছে।’ 

ইংল্যান্ডের হয়ে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন বুচার। টেস্টে ১৪.২০ গড়ে ৭১ এবং ওয়ানডেতে ১৯.৩৩ গড়ে করেছিলেন ৫৮ রান। প্রথম-শ্রেণির ক্রিকেটে ২৭৭ ম্যাচ খেলে ৩১.২২ গড়ে করেছিলেন ১২০২১ রান এবং ২৭১ লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ৪৮৮৮ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত