বাংলাদেশ সিরিজ সামনে রেখে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) প্রথম টেস্ট শুরুর আগে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, রোহিত শর্মারা চিদম্বরমের নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। যাঁদের মধ্যে যেন একটু বেশিই সময় দিচ্ছেন কোহলি।
ফিটনেস সচেতন কোহলিকে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। অনুশীলনেও নিজেকে নিংড়ে দেন। যেটার প্রমাণ বাংলাদেশ সিরিজের আগে তাঁর অনুশীলন। যেখানে আট মাস পর টেস্টে ফিরছেন ‘কিং কোহলি’। দীর্ঘ পরিসরের এই ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে তো নিতেই হবে। চিপকে ডিফেন্সের পাশাপাশি নেটে চার-ছক্কাও মারছেন সাবলীলভাবে। যার মধ্যে অনুশীলনে তাঁর মারা একটি ছক্কায় স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়েছে। ভারতীয় ব্যাটারের ছক্কার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেটিজেনরাও মজা নেওয়া শুরু করেছেন কোহলির এই ছক্কা দেখে। একজন মন্তব্য করেছেন, ‘চিপকে অনুশীলনের সময় ছক্কা মেরে দেয়াল ভেঙেছেন বিরাট কোহলি।’
‘রানমেশিন কোহলি’ তাঁর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন। এরই মধ্যে তিনি পেয়েছেন ‘গোট’ উপাধি। যার অর্থ সর্বকালের সেরা। কোহলির ছক্কা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কেউ একজন মন্তব্য করেছেন, ‘শাসন করতে আসছেন গোট।’ অনুশীলনে চিপকের কোন দেয়াল ফুটো হয়েছে, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ। মজা করে কেউ একজন মন্তব্য করেছেন, ‘বিরাট কোহলি ছক্কা মেরে অনুশীলনের সময় চিপকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙেছেন।’
১৯ সেপ্টেম্বর চিপকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। এশিয়ার দুই দলকে চেন্নাই থেকে এরপর পাড়ি জমাতে হবে সুদূর কানপুরে। দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য ভারত এখনো তাদের দল ঘোষণা করেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কোহলি, রোহিত ও জাদেজা। কারণ, এ বছরের ২৯ জুন বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এই তিন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
বাংলাদেশ সিরিজ সামনে রেখে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) প্রথম টেস্ট শুরুর আগে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, রোহিত শর্মারা চিদম্বরমের নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। যাঁদের মধ্যে যেন একটু বেশিই সময় দিচ্ছেন কোহলি।
ফিটনেস সচেতন কোহলিকে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। অনুশীলনেও নিজেকে নিংড়ে দেন। যেটার প্রমাণ বাংলাদেশ সিরিজের আগে তাঁর অনুশীলন। যেখানে আট মাস পর টেস্টে ফিরছেন ‘কিং কোহলি’। দীর্ঘ পরিসরের এই ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে তো নিতেই হবে। চিপকে ডিফেন্সের পাশাপাশি নেটে চার-ছক্কাও মারছেন সাবলীলভাবে। যার মধ্যে অনুশীলনে তাঁর মারা একটি ছক্কায় স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়েছে। ভারতীয় ব্যাটারের ছক্কার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেটিজেনরাও মজা নেওয়া শুরু করেছেন কোহলির এই ছক্কা দেখে। একজন মন্তব্য করেছেন, ‘চিপকে অনুশীলনের সময় ছক্কা মেরে দেয়াল ভেঙেছেন বিরাট কোহলি।’
‘রানমেশিন কোহলি’ তাঁর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন। এরই মধ্যে তিনি পেয়েছেন ‘গোট’ উপাধি। যার অর্থ সর্বকালের সেরা। কোহলির ছক্কা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কেউ একজন মন্তব্য করেছেন, ‘শাসন করতে আসছেন গোট।’ অনুশীলনে চিপকের কোন দেয়াল ফুটো হয়েছে, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ। মজা করে কেউ একজন মন্তব্য করেছেন, ‘বিরাট কোহলি ছক্কা মেরে অনুশীলনের সময় চিপকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙেছেন।’
১৯ সেপ্টেম্বর চিপকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। এশিয়ার দুই দলকে চেন্নাই থেকে এরপর পাড়ি জমাতে হবে সুদূর কানপুরে। দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য ভারত এখনো তাদের দল ঘোষণা করেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কোহলি, রোহিত ও জাদেজা। কারণ, এ বছরের ২৯ জুন বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এই তিন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে