কীর্তিটা আগেই লেখা হয়ে গিয়েছিল। ওয়ানডেতে ১০০ তম ইনিংসের আগেই ৫ হাজারের বেশি রান করে ফেলেছিলেন বাবর আজম। ভেঙে দিয়েছিলেন শীর্ষে থাকা হাশিম আমলার রেকর্ড। আজ হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে শততম ইনিংস খেলতে নামলেন বাবর।
দলীয় ৫২ রানে ওপেনার ফখর জামানের (৩০) বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডেতে তাঁর রান ৫১১২। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার ২০৩ রান। ব্যাটিংয়ে আছেন ওপেনার ইমাম-উল-হক (৪০) ও বাবর (২৪)।
এর আগে টসে জিতে ওপেনিংয়ে ঝড় বইয়ে দেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়েন তাঁরা। যা ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি।
গত মাসে চট্টগ্রাম সফরে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের জুটি গড়েছিলেন গুরবাজ-ইব্রাহিম। যা ওপেনিংয়ে তাঁদের সর্বোচ্চ জুটি। আজ পাকিস্তানের বিপক্ষে গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম।
১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেন গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। আর সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচ সেঞ্চুরি পাওয়ার তালিকায় তিনে উঠে এসেছেন গুরবাজ। তাঁর লেগেছে ২৩ ইনিংস। ১৯ ইনিংস করে লেগেছিল দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হকের।
গুরবাজের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ৩০০ রান করেছে আফগানরা। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৩০০-এর ঘরের সংগ্রহ পেলো তারা। এটি পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
ওয়ানডেতে ১০০ তম ইনিংসে সর্বোচ্চ রান
রান গড় ১০০/৫০
বাবর আজম (পাকিস্তান) ৫০৯৯ * ৫৮.৬০ ১৮/২৬
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪৯৪৬ ৫৩.১৮ ১৭/২৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬০৭ ৫৬.৮৭ ৮/৩৪
কীর্তিটা আগেই লেখা হয়ে গিয়েছিল। ওয়ানডেতে ১০০ তম ইনিংসের আগেই ৫ হাজারের বেশি রান করে ফেলেছিলেন বাবর আজম। ভেঙে দিয়েছিলেন শীর্ষে থাকা হাশিম আমলার রেকর্ড। আজ হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে শততম ইনিংস খেলতে নামলেন বাবর।
দলীয় ৫২ রানে ওপেনার ফখর জামানের (৩০) বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডেতে তাঁর রান ৫১১২। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার ২০৩ রান। ব্যাটিংয়ে আছেন ওপেনার ইমাম-উল-হক (৪০) ও বাবর (২৪)।
এর আগে টসে জিতে ওপেনিংয়ে ঝড় বইয়ে দেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়েন তাঁরা। যা ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি।
গত মাসে চট্টগ্রাম সফরে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের জুটি গড়েছিলেন গুরবাজ-ইব্রাহিম। যা ওপেনিংয়ে তাঁদের সর্বোচ্চ জুটি। আজ পাকিস্তানের বিপক্ষে গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম।
১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেন গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। আর সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচ সেঞ্চুরি পাওয়ার তালিকায় তিনে উঠে এসেছেন গুরবাজ। তাঁর লেগেছে ২৩ ইনিংস। ১৯ ইনিংস করে লেগেছিল দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হকের।
গুরবাজের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ৩০০ রান করেছে আফগানরা। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৩০০-এর ঘরের সংগ্রহ পেলো তারা। এটি পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
ওয়ানডেতে ১০০ তম ইনিংসে সর্বোচ্চ রান
রান গড় ১০০/৫০
বাবর আজম (পাকিস্তান) ৫০৯৯ * ৫৮.৬০ ১৮/২৬
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪৯৪৬ ৫৩.১৮ ১৭/২৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬০৭ ৫৬.৮৭ ৮/৩৪
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে