নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা।
ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট।
৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর।
নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’
১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা।
ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট।
৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর।
নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’
১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে