Ajker Patrika

বাংলাদেশকে ১৬১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭: ৩৩
বাংলাদেশকে ১৬১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। এখান থেকে আফগানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু কাজটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ রান তুলেছে আফগানরা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে।

বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।

এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।

৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত