নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। এখান থেকে আফগানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু কাজটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ রান তুলেছে আফগানরা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে।
বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।
এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।
৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। এখান থেকে আফগানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু কাজটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ রান তুলেছে আফগানরা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে।
বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।
এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।
৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৫ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে