Ajker Patrika

দ্রুত উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলল আফগানরা 

ক্রীড়া ডেস্ক
দ্রুত উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলল আফগানরা 

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করা পাকিস্তান এরপর হোঁচট খেয়েছে বাজেভাবে। প্লাস থেকে মাইনাসে চলে যায় বাবর আজমের দলের। টুর্নামেন্টে ফেরার লড়াইয়ে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তান আজ শুরুতে দারুণ ব্যাটিং করছিল আফগানিস্তানের বিপক্ষে। এরপর দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং পেয়ে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাবরের দল করে ১৫ রান। 
পঞ্চম ওভারে আফগানিস্তানের বোলারদের ওপর চড়াও হয়েছে পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে নাভিন উল হকের বলে ফ্লিক করে মিড অন দিয়ে চার মারেন শফিক। পরের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে পুল করে ছক্কা মারেন পাকিস্তানি ওপেনার। নাভিনের ওভার থেকে শফিক একাই নিয়েছেন ১১ রান। তাতে প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর তখন ২৬ রান। 
 
ইমাম কিছুটা ধীরগতিতে খেললেও শফিক তাঁর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। অষ্টম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুজিব উর রহমানকে ছক্কা ও চার মারেন শফিক। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাবরের দলের স্কোর দাঁড়ায় ৫৬ রান। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ১১ তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইকে পুল করেন ইমাম। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড উইকেটে তালুবন্দী করেন নাভিন। ২২ বলে ২ চারে ১৭ রান করেন ইমাম। উদ্বোধনী জুটিতে শফিক-ইমাম যোগ করেন ৬১ বলে ৫৬ রান। 

ইমামের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর। বাবরকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন শফিক। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন শফিক। দ্বিতীয় উইকেটে শফিক-বাবর করেছেন ৭৪ বলে ৫৪ রানের জুটি। শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন নুর আহমাদ। ২৩ তম ওভারের দ্বিতীয় বলে নুরকে সুইপ খেলতে যান পাকিস্তানি ওপেনার। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে উইকেট নিয়েছে আফগানরা। ৭৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন শফিক। ২২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১১০ রান। 

ইমাম, শফিক দুই ওপেনারকে হারানের পর ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান। মুজিব উর রহমানকে ছক্কা মারলেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রিজওয়ান। ২৫ তম ওভারের চতুর্থ বলে নুরের করা অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে যান রিজওয়ান। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন মুজিব। ১১০ রানে ১ উইকেট থেকে মুহূর্তে ৩ উইকেটে ১২০ রান হয়ে যায় পাকিস্তানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ১২০ রান। বাবর ব্যাটিং করছেন ৩৫ রানে। উইকেটে আসা সৌদ শাকিল এখনো রানের খাতা খুলতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত