রমিজ রাজার চাকরি চলে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে তা-ই সত্যি হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন রমিজ।
এ বছরের এপ্রিলে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যায়। এরপর থেকেই রমিজের চাকরি সূতোয় ঝুলতে থাকে। এখানে আগুনে ঘি ঢেলেছে কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। তাতে নির্ধারিত সময়ের আগেই রমিজকে পিসিবি প্রধানের চাকরি ছাড়তে হয়েছে।
রমিজের শূন্যস্থান পূরণ করতে পারেন নাজাম শেঠি। রমিজের বরখাস্ত হওয়ার পর শেঠি টুইট করেছেন, ‘রমিজ রাজার রাজত্ব শেষ। ২০১৪ এর পিসিবির সংবিধান পুনরুদ্ধার হলো। প্রথম শ্রেণীর ক্রিকেটকে ফিরিয়ে আনতে ম্যানেজমেন্ট কমিটি নিরলসভাবে কাজ করবে।’
২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তাতে সফলও হয়েছেন রাজা। ২০২২ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল আয়োজন তো আছেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসে ক্রিকেট খেলেছে। রমিজের সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তানিরা। ২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। এর আগে ইজাজ বাট, জাভেদ বুর্কি ও আবদুল হাফিজ কারদার এই পদ অলঙ্কৃত করেছিলেন। পিসিবি প্রধান হিসেবে রাজা ২০০৩-০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
রমিজ রাজার চাকরি চলে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে তা-ই সত্যি হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন রমিজ।
এ বছরের এপ্রিলে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যায়। এরপর থেকেই রমিজের চাকরি সূতোয় ঝুলতে থাকে। এখানে আগুনে ঘি ঢেলেছে কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। তাতে নির্ধারিত সময়ের আগেই রমিজকে পিসিবি প্রধানের চাকরি ছাড়তে হয়েছে।
রমিজের শূন্যস্থান পূরণ করতে পারেন নাজাম শেঠি। রমিজের বরখাস্ত হওয়ার পর শেঠি টুইট করেছেন, ‘রমিজ রাজার রাজত্ব শেষ। ২০১৪ এর পিসিবির সংবিধান পুনরুদ্ধার হলো। প্রথম শ্রেণীর ক্রিকেটকে ফিরিয়ে আনতে ম্যানেজমেন্ট কমিটি নিরলসভাবে কাজ করবে।’
২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তাতে সফলও হয়েছেন রাজা। ২০২২ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল আয়োজন তো আছেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসে ক্রিকেট খেলেছে। রমিজের সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তানিরা। ২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। এর আগে ইজাজ বাট, জাভেদ বুর্কি ও আবদুল হাফিজ কারদার এই পদ অলঙ্কৃত করেছিলেন। পিসিবি প্রধান হিসেবে রাজা ২০০৩-০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে