Ajker Patrika

যেভাবে দেখবেন বাবর-শান্তদের খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০: ৩৭
যেভাবে দেখবেন বাবর-শান্তদের খেলা

কাল থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই দলই আবারও মাঠে নামছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে প্রথম দিনের খেলা। 

আগামী ৩০ আগস্ট একই ভেন্যুতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাবর আজম-নাজমুল হোসেন শান্তদের দুটি টেস্টই বাংলাদেশে সম্প্রচার করবে দুই বেসরকারি টিভি চ্যানেল—টি স্পোর্টস ও গাজী টিভির (জি টিভি)। 

শুধু খেলা নয়, টেস্ট সিরিজের সময় আলোচনা-পর্যালোচনা ও বিশ্লেষণ পর্বও রেখেছে টি স্পোর্টস ও জি টিভি। রাওয়ালপিন্ডি কমেন্ট্রি বক্স থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান। তাঁর সঙ্গে থাকছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার আমির সোহেল ও বাজিদ খান। 

এ ছাড়া ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন আছেন ধারাভাষ্য প্যানেলে। নারী ধারাভাষ্যকার উরুজ মুমতাজের কণ্ঠও শোনা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের অবস্থা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ পরিচিতমুখ উরুজ। এই পাঁচ ধারাভাষ্যকারের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন সিকান্দার বখত। 

তিন বছর পর নিজেদের মধ্যে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারে জয়ের সৌভাগ্য হলেও গত ২৩ বছরে কখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশ দলের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত