অ্যাশেজে টানা দ্বিতীয় হারে বিপর্যস্ত অবস্থায় এখন ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টে হারের পর বোলারদের দিকে আঙুল তুলেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। বোলারদের আরও সাহসী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। রুটের এই মন্তব্য শুনে খেপেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। বলেছেন, রুট কেন অধিনায়ক তিনি তা বুঝতেই পারছেন না।
অ্যাশেজ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে ইংল্যান্ডের হার ২৭৫ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর বোলারদের দিকে আঙুল তুলেছেন রুট। তবে রুটের এমন মন্তব্য মানতেই পারছেন না পন্টিং। সাবেক এই অজি অধিনায়ক বলেন, ‘তার কথা শুনে আমি সিট থেকে পড়ে যাচ্ছিলাম। পরিবর্তন আনা তাহলে কার কাজ? কেনই বা তুমি অধিনায়ক? কোন লেংথে বল করতে হবে তা নিয়ে যদি তুমি বোলারদের প্রভাবিত করতে না পার, তবে তুমি মাঠে কী করছ?’
রুট মাঠে না থাকা অবস্থায় বেন স্টোকসের অধিনায়কত্বে ইংলিশ বোলাররা আরও ভালো করেছেন উল্লেখ করে পন্টিং বলেন, ‘আমার কাছে যেটা অদ্ভুত লেগেছে, জো রুট যখন মাঠের বাইরে ছিল, তখনই ইংলিশ বোলাররা ভালো বল করেছে।’
অ্যাশেজে টানা দুই হারে এখন সিরিজ খোয়ানোর মুখে আছে ইংল্যান্ড। বক্সিং ডেতে ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে রুটের দল।
অ্যাশেজে টানা দ্বিতীয় হারে বিপর্যস্ত অবস্থায় এখন ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টে হারের পর বোলারদের দিকে আঙুল তুলেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। বোলারদের আরও সাহসী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। রুটের এই মন্তব্য শুনে খেপেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। বলেছেন, রুট কেন অধিনায়ক তিনি তা বুঝতেই পারছেন না।
অ্যাশেজ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে ইংল্যান্ডের হার ২৭৫ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর বোলারদের দিকে আঙুল তুলেছেন রুট। তবে রুটের এমন মন্তব্য মানতেই পারছেন না পন্টিং। সাবেক এই অজি অধিনায়ক বলেন, ‘তার কথা শুনে আমি সিট থেকে পড়ে যাচ্ছিলাম। পরিবর্তন আনা তাহলে কার কাজ? কেনই বা তুমি অধিনায়ক? কোন লেংথে বল করতে হবে তা নিয়ে যদি তুমি বোলারদের প্রভাবিত করতে না পার, তবে তুমি মাঠে কী করছ?’
রুট মাঠে না থাকা অবস্থায় বেন স্টোকসের অধিনায়কত্বে ইংলিশ বোলাররা আরও ভালো করেছেন উল্লেখ করে পন্টিং বলেন, ‘আমার কাছে যেটা অদ্ভুত লেগেছে, জো রুট যখন মাঠের বাইরে ছিল, তখনই ইংলিশ বোলাররা ভালো বল করেছে।’
অ্যাশেজে টানা দুই হারে এখন সিরিজ খোয়ানোর মুখে আছে ইংল্যান্ড। বক্সিং ডেতে ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে রুটের দল।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে ফিফটি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
২ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৩ ঘণ্টা আগে