২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু নিষিদ্ধই হননি, আজীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার, এমন ঘোষণাই দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
তবে ওয়ার্নারের অবসরের পরেই গত মাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবারও নিজ দেশে অধিনায়কত্ব শুরু করছেন এই ওপেনার। আগামী বিগ ব্যাশ লিগের জন্য ওয়ার্নারকে অধিনায়কত্ব দিয়েছে সিডনি থান্ডার।
এর আগেও তিনি বিবিএলে থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন। গত দুই মৌসুমে অধিনায়কত্ব করেছেন ক্রিস গ্রিন। সিডনির নেতৃত্ব ফিরে পেয়ে ওয়ার্নার বলেন, এবারের আসরে পুনরায় সিডনিকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বড় বিষয়। আমি শুরু থেকে দলের সঙ্গে রয়েছি। এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।
ওয়ার্নার বিবিএলের গত দুই মৌসুমে থান্ডারের হয়ে অনিয়মিতভাবে মাঠে নামেন। খেলেছিলেন আট ম্যাচ। জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণেই অবশ্য খেলা হয়নি নিজ দেশের এ ফ্র্যাঞ্চাইজ লিগ। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাবেক এ ওপেনারকে পুরো মৌসুমের জন্য দলে পাবে সিডনি। এ কারণে দেওয়া হয় নেতৃত্ব।
সিডনি থান্ডারের স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ওয়েস অ্যাগার, ক্যামেরন ব্যানক্রফট, স্যাম বিলিংস, অলিভার ডেভিস, লকি ফার্গুসন, ম্যাট গিলকেস, ক্রিস গ্রিন, লিয়াম হ্যাচার, স্যাম কনস্টাস, নিক ম্যাডিনসন, নাথন ম্যাকঅ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, উইলিয়াম সালজমান, ড্যানিয়েল সামস, জেসন সাঙ্ঘা ও তানভীর সাঙ্ঘা।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু নিষিদ্ধই হননি, আজীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার, এমন ঘোষণাই দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
তবে ওয়ার্নারের অবসরের পরেই গত মাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবারও নিজ দেশে অধিনায়কত্ব শুরু করছেন এই ওপেনার। আগামী বিগ ব্যাশ লিগের জন্য ওয়ার্নারকে অধিনায়কত্ব দিয়েছে সিডনি থান্ডার।
এর আগেও তিনি বিবিএলে থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন। গত দুই মৌসুমে অধিনায়কত্ব করেছেন ক্রিস গ্রিন। সিডনির নেতৃত্ব ফিরে পেয়ে ওয়ার্নার বলেন, এবারের আসরে পুনরায় সিডনিকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বড় বিষয়। আমি শুরু থেকে দলের সঙ্গে রয়েছি। এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।
ওয়ার্নার বিবিএলের গত দুই মৌসুমে থান্ডারের হয়ে অনিয়মিতভাবে মাঠে নামেন। খেলেছিলেন আট ম্যাচ। জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণেই অবশ্য খেলা হয়নি নিজ দেশের এ ফ্র্যাঞ্চাইজ লিগ। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাবেক এ ওপেনারকে পুরো মৌসুমের জন্য দলে পাবে সিডনি। এ কারণে দেওয়া হয় নেতৃত্ব।
সিডনি থান্ডারের স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ওয়েস অ্যাগার, ক্যামেরন ব্যানক্রফট, স্যাম বিলিংস, অলিভার ডেভিস, লকি ফার্গুসন, ম্যাট গিলকেস, ক্রিস গ্রিন, লিয়াম হ্যাচার, স্যাম কনস্টাস, নিক ম্যাডিনসন, নাথন ম্যাকঅ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, উইলিয়াম সালজমান, ড্যানিয়েল সামস, জেসন সাঙ্ঘা ও তানভীর সাঙ্ঘা।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে