Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই রশিদ 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই রশিদ 

চার বছর আগে রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে টেস্টে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের বিপক্ষে রশিদকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করল আফগানিস্তান।

১৪ জুন মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই রশিদ, নুর আহমদের মতো তারকারা। দুই পেসার ইব্রাহিম আব্দুলরহিমজাই ও নিজাত মাসুদ, লেগস্পিনার ইজহারুলহক নাভিদ, মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে। আহমাদ শাহ আবদালি প্রথম শ্রেণির ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্টসেরা হয়েছিলেন জানাত। রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকছেন আরও চার ক্রিকেটার। ।

রশিদ কেন নেই, তা অবশ্য জানায়নি এসিবি। আজ শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টেস্ট দল: 

হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলি খাইল (উইকেটররক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ

রিজার্ভ খেলোয়াড়: জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সৈয়দ আহমেদ শিরজাদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত