Ajker Patrika

ফাইনালের পথে বাংলাদেশের যুবারা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮: ২১
ফাইনালের পথে বাংলাদেশের যুবারা

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দল। যাদের বিপক্ষে ছোট-বড় যেকোনো টুর্নামেন্টেই হেরে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। 

এবার অবশ্য বিপরীত চিত্রই দেখা যাচ্ছে বাংলাদেশের খেলায়। প্রতিপক্ষে ১৮৮ রানে আটকিয়ে জয়ের পথে রয়েছে বাংলাদেশ। আজ জিতলে দ্বিতীয়বারের মতো যুবাদের শ্রেষ্ঠত্বের ফাইনাল উঠবে বাংলাদেশ। 

১৮৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলীয় রানের খাতায় ২ রান হওয়ার সময় সাজঘরে ফেরেন জিশান আলম। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ছোট দুটি জুটি হলেও ৩৪ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি আজ ৭ রানের বেশি করতে পারেননি। 

তবে এর পর থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলকে ঘুরে দাঁড়াতে দুর্দান্ত অবদান রাখেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ উইকেটে ৯৪ রানের জুটি গড়েছেন দুজনে। তাঁদের জুটিতে ভর করেই বাংলাদেশের আর প্রয়োজন ৬১ রান। হাতে রয়েছে ১৮ ওভার। 

বর্তমানে ৩ উইকেটে ১২৮ রান বাংলাদেশের। ৬২ রান করা আরিফুলের সঙ্গে ৩৩ রানে অপরাজিত আছেন আহরার। এর আগে দুই ফিফটিতে ১৮৮ রানে থামে ভারতের ইনিংস। ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার মারুফ মৃধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত