সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছেন না।
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২১ ম্যাচে ৭ জয়ে ১৯। সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততে হবে জ্যোতিদের। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এই সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহ করা। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের এই সিরিজে সেরা পারফরম্যান্স দিতে হবে।’
২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৭ নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯ নম্বরে। ২১ ম্যাচে ৬ জয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪। ৯ নম্বরে থাকলেও ক্যারিবীয়রা নিজেদের মাঠে শক্তিশালী। তবু আশা ছাড়ছেন না বাংলাদেশের অধিনায়ক জ্যোতি, ‘আমাদের দলটি এখন ধীরে ধীরে উন্নতি করছে। সবার কঠোর পরিশ্রমের ফল আমরা এই সিরিজে দেখাতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি খেলতে তিন দিন আগে ক্যারিবীয় দ্বীপে পৌঁছেছেন জ্যোতিরা। সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।’
ওয়েস্ট ইন্ডিজে নিজেদের সেরাটা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দলে আমাদের সমন্বয় ভালো। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ভালো ফল আসবে।’
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছেন না।
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২১ ম্যাচে ৭ জয়ে ১৯। সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততে হবে জ্যোতিদের। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এই সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহ করা। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের এই সিরিজে সেরা পারফরম্যান্স দিতে হবে।’
২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৭ নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯ নম্বরে। ২১ ম্যাচে ৬ জয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪। ৯ নম্বরে থাকলেও ক্যারিবীয়রা নিজেদের মাঠে শক্তিশালী। তবু আশা ছাড়ছেন না বাংলাদেশের অধিনায়ক জ্যোতি, ‘আমাদের দলটি এখন ধীরে ধীরে উন্নতি করছে। সবার কঠোর পরিশ্রমের ফল আমরা এই সিরিজে দেখাতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি খেলতে তিন দিন আগে ক্যারিবীয় দ্বীপে পৌঁছেছেন জ্যোতিরা। সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।’
ওয়েস্ট ইন্ডিজে নিজেদের সেরাটা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দলে আমাদের সমন্বয় ভালো। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ভালো ফল আসবে।’
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে