Ajker Patrika

এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫: ৩২
এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ওয়ানডে হারলেও কিছুটা লড়াই করেছিল জিম্বাবুয়ে। কিন্তু আজ দ্বিতীয় ওয়ানডেতে লড়াই তো দূরের কথা, অস্ট্রেলিয়ার বোলিং তোপে উড়ে গেছে জিম্বাবুয়ে। অধিনায়ক অ্যারন ফিঞ্চের দল সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। 

মাত্র ৯৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪ দশমিক ৪ বলে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিরা দ্রুত ১৬ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক ফিঞ্চকে হারালেও তৃতীয় উইকেটের জুটিতে জয়ের দেখা পায়। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ৮৪ রানের জুটিতে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচে দুজনেই অপরাজিত ছিলেন। স্মিথ ৪৭ রান ও ২৬ রান করেন ক্যারি। ২টি উইকেট একই ওভারে নেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা। 

এর আগে টস হেরে টাউন্সভিলেতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ব্যাটাররা মিচেল স্টার্কের গতি ও অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন। স্টার্ক বোলিং ইনিংস ওয়াইড দিয়ে শুরু করলেও দ্রুতই ফিরে আসেন নিজের রূপে। তাঁর ভয়ংকর ইয়র্কার ও গতিতে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। মাঝে শন উইলিয়ামস ও দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজা ৩২ রানে জুটি করে ইনিংস মেরামতের চেষ্টা করেন।

তাঁদের জুটি ভেঙে দেন আরেক পেসার জশ হ্যাজেলউড। তিনি ১৭ রানে রাজাকে ফিরিয়ে দেন। শুরুটা স্টার্কের হলে শেষটা স্পিনার জাম্পার। তাঁর প্রথম শিকার প্রতিপক্ষ দলের সর্বোচ্চ স্কোরার ২৯ রান করা উইলিমায়স। এরপর শেষ দিকের দুই ব্যাটারকে আউট করে জিম্বাবুয়েকে শত রানের নিচে অলআউট করে দেন তিনি। সফরকারীরা অলআউট হন ৯৬ রানে। ৩টি করে উইকেট নেন স্টার্ক ও জাম্পা। 

ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়া দ্রুততম বোলার হওয়ার সুযোগ ছিল স্টার্কের। ম্যাচে উদ্‌যাপনের উপলক্ষ্যও সৃষ্টি করেছিলেন এই পেসার। গ্লেন ম্যাক্সওয়েল স্লিপে লুক জঙ্গিয়ের কট মিস করায় রেকর্ডটি করা হয়নি। তবে স্টার্কের হাতে এখনো দুই ম্যাচ বাকি আছে দ্রুততম বোলার হিসেবে রেকর্ডটা নিজের দখলে নেওয়ার। দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি বর্তমানে আছে পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুস্তাকের দখলে। তিনি ১০৪ ম্যাচে গড়েছিলেন রেকর্ডটি। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী ৩ সেপ্টেম্বর টাউন্সভিলেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত