Ajker Patrika

৮০ রানেই গুটিয়ে গেলেন সৌম্য-সাব্বিররা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় প্রমাণ দিলেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা। দলীয় তিন অঙ্কের রানও সংগ্রহ করতে পারেনি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছেন তাঁরা।

আজ সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দল। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার নাঈম শেখ সাজঘরে ফেরেন শূন্য হাতে। আরেক ওপেনার সৌম্য ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। এশিয়া কাপে ডাক পাওয়া সাব্বিরও প্রমাণ দিতে পারেননি সামর্থ্যের।

বাংলাদেশের মিডল-অর্ডারদের দাঁড়াতে দেননি জাস্টিন গ্রিভস। মিঠুন (১২), মাহমুদুল হাসান জয় (৪) ও সাব্বিরকে (৩) ফেরানো এই ক্যারিবিয়ান বোলার নিয়েছেন ৪ উইকেট। দুই উইকেট নেন ফিলিপ অ্যান্ডারসন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা খেলতে পেরেছে মাত্র ২৩.২ ওভার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ ‘এ’ দল ১.২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত