Ajker Patrika

স্পিনে সাকিবদের সঙ্গে নিজেদের পার্থক্য কোথায়, জানালেন মুজিব

স্পিনে সাকিবদের সঙ্গে নিজেদের পার্থক্য কোথায়, জানালেন মুজিব

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন মুজিব উর রহমান। কদিন পরেই আবার আফগানিস্তান আসছে বাংলাদেশ সফরে। এর আগে বিপিএলে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই স্পিনার।

বিপিএল অভিজ্ঞতা মুজিব নিশ্চয় ভাগাভাগি করে নেবেন আফগানিস্তের আরেক স্পিনার রশিদ খানের সঙ্গে। বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হতে পারেন এই দুই স্পিনার।

মুজিব অবশ্য বাংলাদেশের স্পিনারদেরও হালকাভাবে নিচ্ছেন না। তবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের স্পিনারদের পার্থক্য বুঝতে পারছেন। সেটিই আজ সংবাদমাধ্যমে তুলে ধরেছেন এভাবে, ‘বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো। আমাদের লেগি ও রহস্যময় স্পিনার আছে, বাংলাদেশের তেমনটা না থাকলেও ওদের মানও অনেক ভালো।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছেন মুজিব। এমন স্পিন সহায়ক উইকেটে আগেও আতঙ্ক ছড়িয়েছেন। এবারও বেশ আশাবাদী তিনি, ‘বাংলাদেশে আমরা অনেক সিরিজ খেলেছি। বিপিএল শেষেই আমাদের সিরিজ আছে। এখানে আমি ইকোনোমিক্যাল বোলিং করছি। যে রকম স্পিন বান্ধব কন্ডিশন পাচ্ছি, তাতে খুবই খুশি। এশিয়ায় সবসময়ই সুবিধা পাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের উইকেটে স্পিনাররা অনেক সুবিধা পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত