Ajker Patrika

রাজনৈতিক অস্থিরতায় বদলে গেল পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু

রাজনৈতিক অস্থিরতায় বদলে গেল পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দেবে ক্যারিবীয়রা। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষেও তিনটি ওয়ানডে খেলবে সফরকারী।

৮ জুন শুরু হতে চলা আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাধীন সিরিজটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডির বদলে খেলা হবে মুলতানে। তীব্র গরমের কারণে ম্যাচ শুরুর সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথম বল মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বিকেল ৫ টায়)। 

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সিরিজ চলার সময় রাজধানী ইসলামাবাদে ইমরানের বেশ কয়েকটি সমাবেশ হওয়ার কথা। সমাবেশ ঘিরে সহিংসতার আভাস দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। রাওয়ালপিন্ডিতে খেলা হলে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছিল। তবে ইসলামাবাদ থেকে মুলতানের দূরত্ব ৫৩৫ কিলোমিটার হওয়ায় নির্বিঘ্নে সেখানে সিরিজ আয়োজন করতে পারে পিসিবি। 

রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড আগে থেকেই মুলতানকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রেখেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত