Ajker Patrika

‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন বাভুমা!

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০: ২৩
‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন বাভুমা!

‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন টেম্বা বাভুমা! এই অঙ্ক মিলাতে নিজেই হয় তো পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। পারফরম্যান্সের হিসেব যে, ব্যাটে-বলে কষতে হয়। ব্যাট যখন কথা বলে না, তখন হিসেবও গরমিল। এক অঙ্কের রান থেকে বের হতে তার লেগেছে ৯ ইনিংস।

টানা ৮ ইনিংস এক অঙ্কের রান ছাড়িয়ে যেতে পারেননি প্রোটিয়া ব্যাটার। এর মধ্যে সাত টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ইনিংস রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ম্যাচে ভারতের বিপক্ষে রীতিমতো ‘ভীতিকর’ সংখ্যা থেকে উদ্ধারই হয়েছেন প্রোটিয়া ওপেনার। মোহাম্মদ শামির বলে দিনেশ কার্তিকের তালুবন্দী হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন বাভুমা। এক রান আগে আউট হলেই ফের…! বাভুমার স্বস্তি, ইনিংস বড় না হলেও চোখ রাঙানো এক অঙ্ক থেকে তো বের হতে পেরেছেন।

টি-টোয়েন্টিতে টানা ৭ ইনিংসে এক সংখ্যা রান ছাড়িয়ে যেতে পারেননি বাভুমা। এর মধ্যে ৫ ইনিংসে আউট হয়েছেন, একটিতে অবসর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২ রানে অপরাজিত ছিলেন। দল ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছিল ৫১ রান। সেখানে কুইন্টন ডি ককের ৪৭ রান আর বাভুমার মাত্র ২ রান!

ভারতের বিপক্ষে ১০ রান করার আগে টি-টোয়েন্টিতে বাভুমার সাত ইনিংস—৮,৮ (অবসর), ০, ০,৩, ২ *,২। একটি ওয়ানডেতে ৮ রান। 

খুব বড় কোনো হার্ডহিটার নয়, সম্ভাবনাময় একজন ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছিলেন বাভুমা। ক্যারিয়ারের প্রথম ১০ টি-টোয়েন্টি ইনিংসের ৯ টিতেই দুই অঙ্কের ওপরে তার রান। প্রথম পাঁচ ইনিংসে তিনটিতেই ৪০-এর ওপরে রান। তাঁর অভিষেক ইনিংসগুলো—৪৯,২৭ *, ৪৩,৩১ ও ৪৯। শুরুর ১০ ইনিংসের সঙ্গে শেষের ইনিংসগুলোর তাকালে সংখ্যাগুলো যেন একজন ওপেনারের জন্য ভীতিকর। 

বাভুমা যেন এখন ‘মেঘে ঢাকা তারা’। এমন পারফরম্যান্সে খুশি নন নিজেও। ভারতকে হারানোর পর প্রোটিয়া অধিনায়কের সরল উক্তি, ‘আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ছন্দে রয়েছে। আমি ছাড়া বাকিরা সবাই ভালো খেলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত