Ajker Patrika

ফিরেই নায়ক সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ফিরেই নায়ক সাকিব

ঢাকা: জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করেছে মোহামেডান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই অলরাউন্ডারের হাতে। দুই বছর পর ডিপিএল ফেরাটা তাঁর রঙিনই হলো।

এ মৌসুমে সাকিবের কাঁধেই অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে মোহামেডান। টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভালো কিছুর আশা দিয়েছিলেন অধিনায়ক সাকিব। প্রথম ম্যাচে যেন সেটারই ছাপ তাঁর পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সিরিজ কাটানোর পর এদিন ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস। দুই চার আর এক ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৩১.৮১। সাকিবের আউটের পর দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত এক বল হাতে রেখে শাইনপুকুরের ১২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় মোহামেডান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি শাইনপুকুরের কোনো ব্যাটসম্যান। তানজিদ হাসান তামিম করেছেন সর্বোচ্চ ৩০ রান। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত