Ajker Patrika

ফিরলেন লিটন, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মে ২০২৪, ২১: ৫৩
ফিরলেন লিটন, বাংলাদেশকে ব্যাটিংয়ে  পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাস এ বছর আছেন আসা-যাওয়ার মধ্যে। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একাদশ থেকে বাদ পড়েন তিনি। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে ফিরেছেন লিটন। 

যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র। লিটন ফেরায় বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম বাদ পড়ায় লিটনের সঙ্গে সৌম্য সরকারের ওপেনিং করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তিনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান খেলবেন চার নম্বরে। 

মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক। জাকেরের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। একাদশে আছেন দুই স্বীকৃত পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। সাকিবের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান ও রিশাদ হোসেন। 

যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক ও উইকেটরক্ষক দুই দায়িত্বেই থাকছেন মোনাঙ্ক প্যাটেল। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন আছেন যুক্তরাষ্ট্রের একাদশে। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ

যুক্তরাষ্ট্র একাদশ 
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন জোন্স, আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, নসথুশ কেনজিগি, সৌরভ নেত্রাভালকার, স্টিভেন টেইলর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত