টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৬ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে