Ajker Patrika

পাকিস্তানের সমালোচনাকে পাত্তা দেন না গাভাস্কার 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই যতটা না ২২ গজে, তার চেয়ে সামাজিকমাধ্যমে যেন একটু বেশিই। ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানিরা প্রায়ই সমালোচনা করেন সামাজিকমাধ্যমে। তবে এসব সমালোচনা খুব একটা পাত্তা দেন না সুনীল গাভাস্কার।

পাকিস্তানিদের কাছে বর্তমানে বহুল চর্চিত বিষয় বাবর আজম ও বিরাট কোহলির তুলনা। পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা প্রায়ই কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রেখে সামাজিকমাধ্যমে আলাপ-আলোচনা করেন। এমনকি শাহিন শাহ আফ্রিদি ও জসপ্রীত বুমরা-এই দুই ক্রিকেটারকে নিয়েও চলে তুলনা। বুমরার চেয়ে শাহিনকে এগিয়ে রেখে স্থানীয় টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। সস্তা জনপ্রিয়তা পেতে পাকিস্তানিরা এসব করেন বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সামাজিকমাধ্যমে তারা (পাকিস্তান) তাদের ফলোয়ার বাড়ায়। অতীতেও এমন কাজ তারা করেছে। সীমান্তের ওপারের খেলোয়াড়দের নিয়ে ভারতীয়দের কোনো মন্তব্য করতে আপনারা শুনেছেন? সত্যি বলতে, এগুলো কেউ পাত্তা দেয় না।’

পাকিস্তানের সমালোচনা ভাইরাল হতে গাভাস্কার নিজেদের গণমাধ্যমকেই দায়ী করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির ভাষ্য, ‘সীমান্তের ওপার থেকে কী বলা হয়েছে, তা যদি আমাদের অনলাইন মাধ্যম এড়িয়ে যায়, তাহলে সবকিছু থেমে যাবে। কিন্তু নিজেদের খেলোয়াড়দের নিচু করলেও আমাদের সংবাদমাধ্যমে খবর ছাপা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত