Ajker Patrika

পাকিস্তানের সমালোচনাকে পাত্তা দেন না গাভাস্কার 

পাকিস্তানের সমালোচনাকে পাত্তা দেন না গাভাস্কার 

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই যতটা না ২২ গজে, তার চেয়ে সামাজিকমাধ্যমে যেন একটু বেশিই। ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানিরা প্রায়ই সমালোচনা করেন সামাজিকমাধ্যমে। তবে এসব সমালোচনা খুব একটা পাত্তা দেন না সুনীল গাভাস্কার।

পাকিস্তানিদের কাছে বর্তমানে বহুল চর্চিত বিষয় বাবর আজম ও বিরাট কোহলির তুলনা। পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা প্রায়ই কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রেখে সামাজিকমাধ্যমে আলাপ-আলোচনা করেন। এমনকি শাহিন শাহ আফ্রিদি ও জসপ্রীত বুমরা-এই দুই ক্রিকেটারকে নিয়েও চলে তুলনা। বুমরার চেয়ে শাহিনকে এগিয়ে রেখে স্থানীয় টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। সস্তা জনপ্রিয়তা পেতে পাকিস্তানিরা এসব করেন বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সামাজিকমাধ্যমে তারা (পাকিস্তান) তাদের ফলোয়ার বাড়ায়। অতীতেও এমন কাজ তারা করেছে। সীমান্তের ওপারের খেলোয়াড়দের নিয়ে ভারতীয়দের কোনো মন্তব্য করতে আপনারা শুনেছেন? সত্যি বলতে, এগুলো কেউ পাত্তা দেয় না।’

পাকিস্তানের সমালোচনা ভাইরাল হতে গাভাস্কার নিজেদের গণমাধ্যমকেই দায়ী করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির ভাষ্য, ‘সীমান্তের ওপার থেকে কী বলা হয়েছে, তা যদি আমাদের অনলাইন মাধ্যম এড়িয়ে যায়, তাহলে সবকিছু থেমে যাবে। কিন্তু নিজেদের খেলোয়াড়দের নিচু করলেও আমাদের সংবাদমাধ্যমে খবর ছাপা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত