Ajker Patrika

ড্রেসিংরুমে ধূমপানের শাস্তি পেলেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০১
ড্রেসিংরুমে ধূমপানের শাস্তি পেলেন সুজন

লিগ পর্বে নিজেদের শেষ খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্স হারায় ফরচুন বরিশালকে। ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় খুলনা কোচ খালেদ মাহমুদ সুজনকে। ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন সুজন। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি। 

শুধু জরিমানাতে শেষ হয়নি এই ঘটনা। সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

এছাড়াও গতকাল শেষ চারের লড়াইয়ের দিন শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমেনিটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদযাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। এই ঘটনায় তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

একই ম্যাচে বিসিবির নীতি ভেঙেছেন রংপুরের হয়ে গতকাল এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে পুরানের নামের পাশে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত