আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল পাকিস্তান। শারজায় গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ছিল পাকিস্তানের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। অধিনায়ক শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হেসেখেলে হারায় পাকিস্তান। ধবলধোলাই এড়ানোর ম্যাচে রেকর্ডও গড়েছেন শাদাব।
শারজায় গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে শাদাবের দল। ৭ নম্বরে নেমে ১৭ বলে ২৮ রান করেন শাদাব। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন শাদাবের। এই রেকর্ডে শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন শাদাব।
পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১০১ উইকেট নিয়ে শীর্ষে শাদাব। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির উইকেট ৯৭। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সাইদ আজমল ও উমর গুল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া পাকিস্তানের শীর্ষ পাঁচ বোলার :
শাদাব খান: ১০১ উইকেট
শহীদ আফ্রিদি: ৯৭ উইকেট
সাইদ আজমল: ৮৫ উইকেট
উমর গুল: ৮৫ উইকেট
হারিস রউফ: ৭২ উইকেট
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল পাকিস্তান। শারজায় গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ছিল পাকিস্তানের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। অধিনায়ক শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হেসেখেলে হারায় পাকিস্তান। ধবলধোলাই এড়ানোর ম্যাচে রেকর্ডও গড়েছেন শাদাব।
শারজায় গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে শাদাবের দল। ৭ নম্বরে নেমে ১৭ বলে ২৮ রান করেন শাদাব। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন শাদাবের। এই রেকর্ডে শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন শাদাব।
পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১০১ উইকেট নিয়ে শীর্ষে শাদাব। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির উইকেট ৯৭। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সাইদ আজমল ও উমর গুল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া পাকিস্তানের শীর্ষ পাঁচ বোলার :
শাদাব খান: ১০১ উইকেট
শহীদ আফ্রিদি: ৯৭ উইকেট
সাইদ আজমল: ৮৫ উইকেট
উমর গুল: ৮৫ উইকেট
হারিস রউফ: ৭২ উইকেট
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে