Ajker Patrika

লর্ডসে ইনিংস হার এড়াতে লড়ছে উইন্ডিজ

লর্ডসে ইনিংস হার এড়াতে লড়ছে উইন্ডিজ

১২১ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তারা কি আড়াই শর বেশি রান করতে পারবে? 
 
২৫০-এর বেশি রান করতে পারলে ক্যারিবীয়রা জিতে যাবে, ব্যাপারটা তেমন নয়। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামানো কিংবা ইনিংস হার এড়ানোর জন্য দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চাই কমপক্ষে ২৫১ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে। স্বাগতিকেরা পিছিয়ে আছে আরও ২৩২ রানে। 

ক্যারিবীয় অধিনায়ক-ওপেনার ক্রেগ ব্রাথওয়েটকে (৪) বোল্ড করেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা জিমি অ্যান্ডারসন। দ্বিতীয় উইকেট হিসেবে ফেরা কার্ক ম্যাকেঞ্জিকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাটিংয়ে আছেন ওপেনার মিকায়েল লুইস (১২) ও অ্যালিক আথানাজে (০)। 

এর আগে প্রথম ইনিংসে ৩৭১ রান করে স্বাগতিক ইংল্যান্ড। টেস্টের প্রথম দিনই ক্যারিবীয়দের অল্প রানে গুটিয়ে দিয়ে ৩ উইকেটে ইংল্যান্ড তুলেছিল ১৮৯ রান। লিড নিয়েছিল ৬৮ রানের। আর আজ দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে সেই লিডকে ইংলিশরা উন্নীত করে ২৫১ রানে। 

আগের দিন বল হাতে ইংলিশদের নেতৃত্ব দিয়েছিলেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন; ৪৫ রানে নিয়েছেন ৭ উইকেট। আর গতকাল ব্যাট হাতে নেতৃত্ব দিলেন আরেক অভিষিক্ত জেমি স্মিথ। ৮টি চার ও ২টি ছয়ে ১১৯ বলে খেললেন ৭০ রানের ইনিংস। তবে ইনিংস সর্বোচ্চ রান তার নয়, ওপেনার জ্যাক ক্রলির ৭৬। ১৪টি চারে ৮৯ বলে এই ইনিংস তিনি খেলেছিলেন প্রথম দিনই। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ভালো একটা লিড নেওয়ার পথে জেমি ছাড়াও অবদান জো রুট (৬৮), হ্যারি ব্রুকের (৫৭)। উইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল জেডেন সিলস; ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত