ক্রীড়া ডেস্ক
সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে ২২ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’
আজ লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। এই টেস্ট দিয়ে দুই দল ফিরবে চট্টগ্রামে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে ২২ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’
আজ লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। এই টেস্ট দিয়ে দুই দল ফিরবে চট্টগ্রামে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৬ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১০ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১২ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে