ক্রীড়া ডেস্ক
টানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
সুদূর অস্ট্রেলিয়া থেকে আজ সকালে গম্ভীর ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বলে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন পিটিআইকে। সেখানে জানা গেছে, ব্যক্তিগত এক জরুরি কারণে ভারতীয় কোচ দেশে ফিরেছেন। ক্যানবেরার ম্যানুকা ওভালে হতে যাওয়া ট্যুর ম্যাচে তিনি থাকতে পারছেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে ৩০ নভেম্বর। বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি দিনের ম্যাচ হলেও গোলাপী কুকাবুরা বলে খেলা হবে।
ভারতের ট্যুর ম্যাচে গম্ভীর না থাকতে পারলেও দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিসিসিআইয়ের এক মুখপাত্র ক্রিকইনফোকে সেটা নিশ্চিত করেছেন। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির টেস্টটি হবে গোলাপী বলে।
গম্ভীরের হঠাৎ ভারতে ফেরার খবর প্রকাশের পরই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মিলেছে সুখবর। রোহিত ফেরাতে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ সাজানো একটু ভিন্ন উপায়ে হতে পারে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিতেরই উদ্বোধনী জুটি গড়ার কথা। সেক্ষেত্রে ওপেনার থেকে মিডল অর্ডারে চলে যাবেন লোকেশ রাহুল। কারণ, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় রোহিত পার্থে প্রথম টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে ব্যাটিং করেছিলেন রাহুল।
রোহিতের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি শুবমান গিল। অনুশীলন সেশনে বৃদ্ধাঙ্গুলে চিড় পড়ায় গিলকে ছাড়াই পার্থ টেস্টের একাদশ সাজাতে হয়েছিল ভারতকে। গিলের সেরে ওঠার ব্যাপারে এখনো কোনো তথ্য মেলেনি। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ক্যানবেরায় শনিবার শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে ভারতীয় এই ব্যাটারের না খেলার সম্ভাবনা বেশি। গিল ফিরলে অ্যাডিলেড টেস্টে কোন পজিশনে ব্যাটিং করবেন, সেটা নিয়ে তখন ভাবতে হবে ভারতকে।
২৯৫ রানের জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে ভারত এখন অবস্থান করছে এক নম্বরে। এবারের চক্রে ভারত খেলেছে ১৫ টেস্ট। শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৫৭.৬৯ শতাংশ। এবারের চক্রে তারা এখন পর্যন্ত খেলেছে ১৩ ম্যাচ।
টানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
সুদূর অস্ট্রেলিয়া থেকে আজ সকালে গম্ভীর ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বলে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন পিটিআইকে। সেখানে জানা গেছে, ব্যক্তিগত এক জরুরি কারণে ভারতীয় কোচ দেশে ফিরেছেন। ক্যানবেরার ম্যানুকা ওভালে হতে যাওয়া ট্যুর ম্যাচে তিনি থাকতে পারছেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে ৩০ নভেম্বর। বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি দিনের ম্যাচ হলেও গোলাপী কুকাবুরা বলে খেলা হবে।
ভারতের ট্যুর ম্যাচে গম্ভীর না থাকতে পারলেও দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিসিসিআইয়ের এক মুখপাত্র ক্রিকইনফোকে সেটা নিশ্চিত করেছেন। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির টেস্টটি হবে গোলাপী বলে।
গম্ভীরের হঠাৎ ভারতে ফেরার খবর প্রকাশের পরই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মিলেছে সুখবর। রোহিত ফেরাতে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ সাজানো একটু ভিন্ন উপায়ে হতে পারে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিতেরই উদ্বোধনী জুটি গড়ার কথা। সেক্ষেত্রে ওপেনার থেকে মিডল অর্ডারে চলে যাবেন লোকেশ রাহুল। কারণ, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় রোহিত পার্থে প্রথম টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে ব্যাটিং করেছিলেন রাহুল।
রোহিতের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি শুবমান গিল। অনুশীলন সেশনে বৃদ্ধাঙ্গুলে চিড় পড়ায় গিলকে ছাড়াই পার্থ টেস্টের একাদশ সাজাতে হয়েছিল ভারতকে। গিলের সেরে ওঠার ব্যাপারে এখনো কোনো তথ্য মেলেনি। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ক্যানবেরায় শনিবার শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে ভারতীয় এই ব্যাটারের না খেলার সম্ভাবনা বেশি। গিল ফিরলে অ্যাডিলেড টেস্টে কোন পজিশনে ব্যাটিং করবেন, সেটা নিয়ে তখন ভাবতে হবে ভারতকে।
২৯৫ রানের জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে ভারত এখন অবস্থান করছে এক নম্বরে। এবারের চক্রে ভারত খেলেছে ১৫ টেস্ট। শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৫৭.৬৯ শতাংশ। এবারের চক্রে তারা এখন পর্যন্ত খেলেছে ১৩ ম্যাচ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে