নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে হেরেছে আয়ারল্যান্ড। কাল এ মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। ছন্দে থাকা বাংলাদেশ দলকে আজ বিশ্রাম দেওয়া হলেও সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করার কথা আয়ারল্যান্ডের। কিন্তু এর একটু আগেই বেন হোয়াইট-মারে কামিন্সরা বল-ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েন।
মাঠের উত্তর-পূর্ব কোণে নেট বোলাররা যখন আইরিশ ব্যাটারদের জন্য বোলিং করছিলেন, তখন একটু ভিরমি খাওয়ারই জোগাড়। কারণটাও পরিষ্কার, টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই লাল বলের অনুশীলন শুরু করে দিয়েছে আয়ারল্যান্ড। আরেকটু স্পষ্ট করে বললে, ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ওই টেস্ট সামনে রেখেই আইরিশদের আজকের অনুশীলন। আর লাল বল দিয়ে তো টেস্ট খেলাই হয়।
গতকাল প্রথম টি-টোয়েন্টিতে খেলা দু-তিনজন ক্রিকেটারই শুধু অনুশীলনে এসেছেন, যাঁরা আছেন টেস্ট দলেও। চার ক্রিকেটার ছাড়া টি-টোয়েন্টি দলের অনেকেই আছেন টেস্ট দলে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের সহকারী কোচ গ্যারি উইলসন বলেছেন, ‘টি-টোয়েন্টির কয়েকজনের সঙ্গে টেস্ট দলের ওই চার ক্রিকেটারকে নিয়ে টেস্টের অনুশীলন হয়েছে। স্পিন অনুশীলন হয়েছে অনেক। ৯০ ওভারের খেলায় স্পিনারদের মোকাবিলা করতে হয় লম্বা সময়।’ প্রায় ৩ ঘণ্টা অনুশীলনের পর হোটেলে ফেরেন আইরিশ ক্রিকেটাররা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে হেরেছে আয়ারল্যান্ড। কাল এ মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। ছন্দে থাকা বাংলাদেশ দলকে আজ বিশ্রাম দেওয়া হলেও সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করার কথা আয়ারল্যান্ডের। কিন্তু এর একটু আগেই বেন হোয়াইট-মারে কামিন্সরা বল-ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েন।
মাঠের উত্তর-পূর্ব কোণে নেট বোলাররা যখন আইরিশ ব্যাটারদের জন্য বোলিং করছিলেন, তখন একটু ভিরমি খাওয়ারই জোগাড়। কারণটাও পরিষ্কার, টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই লাল বলের অনুশীলন শুরু করে দিয়েছে আয়ারল্যান্ড। আরেকটু স্পষ্ট করে বললে, ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ওই টেস্ট সামনে রেখেই আইরিশদের আজকের অনুশীলন। আর লাল বল দিয়ে তো টেস্ট খেলাই হয়।
গতকাল প্রথম টি-টোয়েন্টিতে খেলা দু-তিনজন ক্রিকেটারই শুধু অনুশীলনে এসেছেন, যাঁরা আছেন টেস্ট দলেও। চার ক্রিকেটার ছাড়া টি-টোয়েন্টি দলের অনেকেই আছেন টেস্ট দলে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের সহকারী কোচ গ্যারি উইলসন বলেছেন, ‘টি-টোয়েন্টির কয়েকজনের সঙ্গে টেস্ট দলের ওই চার ক্রিকেটারকে নিয়ে টেস্টের অনুশীলন হয়েছে। স্পিন অনুশীলন হয়েছে অনেক। ৯০ ওভারের খেলায় স্পিনারদের মোকাবিলা করতে হয় লম্বা সময়।’ প্রায় ৩ ঘণ্টা অনুশীলনের পর হোটেলে ফেরেন আইরিশ ক্রিকেটাররা।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে