নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।
এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।
নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।
এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।
প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
৩৬ মিনিট আগেমিরপুরের ঘনকালো উইকেটে ভুগতে হবে ব্যাটারদের, সেটা জানাই ছিল। তবে যতটা ভোগার কথা তার থেকে একটু বেশিই ভুগল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানানোর মতো পুঁজি পেল না স্বাগতিকরা। আগে ব্যাট করে ২০৭ রান করেছে মেহেদি হাসান মিরাজের দল।
২ ঘণ্টা আগেসাধারণত অক্টোবর মাসে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে না নিউজিল্যান্ড। এর অন্যতম কারণ বৃষ্টি। যা শঙ্কা ছিল, দিনশেষে তা-ই ঘটল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ভেসে গেল বৃষ্টিতে।
২ ঘণ্টা আগেম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ফারভেজ মাহারুফ বলেন, ‘এই পিচে ২২৫–২৩০ রানই জেতার জন্য যথেষ্ট।’ তাঁর এমন কথার বেশ যৌক্তিকতা আছে। বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের জন্য গাঢ় কালচে রঙের পিচ বানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং।
৩ ঘণ্টা আগে