Ajker Patrika

কিউই অধিনায়কের রানই করতে পারলেন না জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৫: ২২
Thumbnail image

নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।

এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত