Ajker Patrika

নাসিরের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন নান্নু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৬: ৪৬
Thumbnail image

সর্বশেষ বিপিএল ব্যাটে-বলে দারুণ কেটেছে নাসির হোসেনের। ব্যাট হাতে ১২ ম্যাচে ঢাকা ডমিনেটরসের হয়ে ৪৫.৭৫ গড়ে ১২০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান করেছেন নাসির। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যেটা তাঁকে ছয় নম্বরে জায়গা করে দিয়েছে। 

বোলিংয়েও দলের তো বটেই, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নাসির। ১২ ম্যাচে তাঁর শিকার ১৬ উইকেট। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবে ৫ বছরের বেশি সময় পর বাংলাদেশ দলে ফেরার আশা করেছিলেন নাসির। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। তবে গতকাল ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের তিন টোয়েন্টি সিরিজের জন্য যে দল দিয়েছে বিসিবি, সেখানে নেই নাসিরের নাম। 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথা ধরলে, সামনে হয়তো সুযোগ পেতে পারেন নাসির। আজ মিরপুরে নান্নু সংবাদমাধ্যমকে বলেছেন, 'জায়গা অনুযায়ী খেলোয়াড়দের বিবেচনা করা হয়েছে। মিডল অর্ডার, লেট অর্ডার বলুন...অনেক চিন্তাভাবনা করে, টেকনিক্যাল দিক দেখে এই দল তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যবশত নাসির সুযোগ পায়নি। বিপিএলে ভালো খেলেছে। সামনে অনেক খেলা আছে। পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।' 

নান্নু আরও যোগ করেন, 'নাসির যে পজিশনে খেলে ওই পজিশন এখন খালি নেই। আমাদের পরিকল্পনা এখন ২০২৪ বিশ্বকাপ ঘিরে। বিশ্বকাপের পর (গত অস্ট্রেলিয়া বিশ্বকাপ) এই প্রথম টি-টোয়েন্টি খেলছি। বিপিএলে অনেকেই ভালো পারফর্ম করেছে, এটা মাথায় রেখে আগাচ্ছি। আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড় যুক্ত করতে চাচ্ছি, যেটা সংখ্যায় ২২-২৪ হতে পারে। তাদের নিয়ে এক বছরের পরিকল্পনায় যাচ্ছি। সে ধারাবাহিকতায় ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে শুরু করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত