নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
মাঠের বাইরের টালমাটাল ইস্যুর মধ্যে প্লে-অফে বিদেশি ক্রিকেটার নিয়ে আসার কাজ চলছে। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিড—গতকাল রংপুর রাইডার্স এই বিদেশিকে উড়িয়ে এনে কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নামিয়েছে। তাতে সোয়া কোটি টাকা খরচ হওয়ার কথা শোনা যাচ্ছে। এমনকি এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে বিশাল ব্যবধানে হেরে বাদও পড়ে গেছে। রংপুরের মতোই অবস্থা হবে কি না, সেটা নিয়ে আজ হোটেল শেরাটনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন মোহাম্মদ মিঠুন। চিটাগং অধিনায়ক বলেন, ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সেজন্য দেখাচ্ছে না।’
দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে চিটাগং কিংস। এই ম্যাচে যে জিতবে, সেই উঠবে ফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচে যে বিদেশি ক্রিকেটার চিটাগং আনার পক্ষে না, গত রাতে সংবাদ সম্মেলনে মিঠুন সেটা বলেছেন। শেরাটনে আজ তাঁর কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি। চিটাগং অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।’
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতেই যে বেশি পছন্দ করেন শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে নেমে উদ্ভাবনী শটে বোলারদের লাইন এলোমেলো করে দিতে পারেন শামীম। মিঠুনের আশা খুলনা টাইগার্সের বিপক্ষে শামীম তাঁর ছন্দ ধরে রাখবেন। চিটাগং অধিনায়ক বলেন,‘শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে একটু ভিন্ন রকম ক্রিকেটার। সাধারণত বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে, তার থেকে একটু ভিন্ন তাঁর ব্যাটিং। অবশ্যই টি-টোয়েন্টিতে এমন শট দেখতে মজা লাগে। আমিও আসলে শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব যে পরের ম্যাচেও সে এইভাবে জ্বলে উঠবে।’
আরও পড়ুন:
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
মাঠের বাইরের টালমাটাল ইস্যুর মধ্যে প্লে-অফে বিদেশি ক্রিকেটার নিয়ে আসার কাজ চলছে। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিড—গতকাল রংপুর রাইডার্স এই বিদেশিকে উড়িয়ে এনে কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নামিয়েছে। তাতে সোয়া কোটি টাকা খরচ হওয়ার কথা শোনা যাচ্ছে। এমনকি এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে বিশাল ব্যবধানে হেরে বাদও পড়ে গেছে। রংপুরের মতোই অবস্থা হবে কি না, সেটা নিয়ে আজ হোটেল শেরাটনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন মোহাম্মদ মিঠুন। চিটাগং অধিনায়ক বলেন, ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সেজন্য দেখাচ্ছে না।’
দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে চিটাগং কিংস। এই ম্যাচে যে জিতবে, সেই উঠবে ফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচে যে বিদেশি ক্রিকেটার চিটাগং আনার পক্ষে না, গত রাতে সংবাদ সম্মেলনে মিঠুন সেটা বলেছেন। শেরাটনে আজ তাঁর কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি। চিটাগং অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।’
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতেই যে বেশি পছন্দ করেন শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে নেমে উদ্ভাবনী শটে বোলারদের লাইন এলোমেলো করে দিতে পারেন শামীম। মিঠুনের আশা খুলনা টাইগার্সের বিপক্ষে শামীম তাঁর ছন্দ ধরে রাখবেন। চিটাগং অধিনায়ক বলেন,‘শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে একটু ভিন্ন রকম ক্রিকেটার। সাধারণত বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে, তার থেকে একটু ভিন্ন তাঁর ব্যাটিং। অবশ্যই টি-টোয়েন্টিতে এমন শট দেখতে মজা লাগে। আমিও আসলে শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব যে পরের ম্যাচেও সে এইভাবে জ্বলে উঠবে।’
আরও পড়ুন:
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
৪ ঘণ্টা আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে
৫ ঘণ্টা আগেএ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
৬ ঘণ্টা আগে