Ajker Patrika

ভারতের শামির পাশে পাকিস্তানের জয়ের নায়ক

ভারতের শামির পাশে পাকিস্তানের জয়ের নায়ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।

পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও। 

রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। 

তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভার‍ত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত